Amazon Fab Phones Fest: ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India)। এই মাধ্যমে এবার শুরু হতে চলেছে Amazon Fab Phones Fest। ২৬ নভেম্বর থেকে শুরু হবে Amazon Fab Phones Fest। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। একাধিক স্মার্টফোনের দামে থাকতে চলেছে দুর্দান্ত অফার। ওয়ানপ্লাস, স্যামসাং, রেডমি, আইকিউওও, টেকনো এবং রিয়েলমি ও অন্যান্য অনেক কোম্পানির স্মার্টফোন কিনলে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারবেন ইউজাররা। এছাড়াও এসবিআই- এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অ্যামাজন ফ্যাব ফোন ফেস্টে স্মার্টফোন কিনলে ইনস্ট্যান্ট ১০ শতাংশ, প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এসবিআই কার্ডে ইএমআই ট্রানজাকশন হলেও এই ছাড় পাওয়া যাবে। তবে কমপক্ষে ৫০০০ টাকার কেনাকাটা করতে হবে। অ্যামাজনের প্রাইম মেম্বাররা বেশ কিছু অতিরিক্ত সুবিধাও পাবেন। ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন তাঁরা। সেক্ষেত্রে ৬ মাসের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট, তিন মাসের জন্য নো কস্ট ইএমআই- এর সুবিধাও থাকছে। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। Amazon Fab Phones Fest- এ ক্রেতারা ১২ মাসের জন্যেও নো-কস্ট ইএমআই পরিষেবা পেতে পারেন। 


Amazon Fab Phones Fest- এ কোন কোন ফোনের দামে ছাড় থাকতে পারে



  • রেডমি ৯এ স্পোর্ট এবং রেডমি ১০এ- এই দুই ফোনের দাম অ্যামাজন ইন্ডিয়ার আসন্ন সেলে ৬০২৯ টাকা এবং ৭৬৪৯ টাকা হতে পারে।

  • শাওমি ১১ লাইট ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৯,৪৯৯ টাকা। এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে ৫০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৩ ফোনের ৪জি ভ্যারিয়েন্ট কেনা যাবে ৯৪৯৯ তাকায়। আর ৫জি মডেলের দাম হবে ১০,৯৯৯ টাকা।

  • iQOO Z6 5G এবং iQOO Z6 Pro এই দুই ফোনের দাম যথাক্রমে হবে ১৪,৯৯৯ টাকা এবং ২০,৯৯৯ টাকা।

  • Amazon Fab Phones Fest- এ টেকনো স্পার্ক ৯, টেকনো পপ ৬ প্রো, রিয়েলমি নারজো ৫০আই এবং রিয়েলমি নারজো ৫০এ- এই চারটি ফোন পাওয়া যাবে যথাক্রমে ৭১৯৯, ৫৬৬৯, ৬৭৪৯ এবং ৯৪৪৯ টাকায়। 

  • ওয়ানপ্লাস নর্ড ২টি, ওয়ানপ্লাস ১০ প্রো এবং ওয়ানপ্লাস ১০টি ফোন কেনা যাবে ২৭,৪৯৯৯ টাকা, ৫৫,৯৯৯ টাকা এবং ৪৪,৯৯৯ টাকায়।


আরও পড়ুন- ব্লুটুথ কলিং ফিচার, বড় ডিসপ্লে নিয়ে ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ, দেখে নিন দাম ও বিভিন্ন ফিচার