Dizo Watch Talk Go: রিয়েলমি সংস্থার সাব-ব্র্যান্ড Dizo সম্প্রতি ভারতে তাদের নতুন একটি স্মার্টওয়াচ Dizo Watch Talk Go লঞ্চ করেছে। এই স্মার্টওয়াচে রয়েছে বড় ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। আধুনিক ও উন্নত ডিজাইনের স্টাইলিশ লুকের এই স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ ফিচার। অনেকগুলো রঙে অঞ্চ হয়েছে Dizo Watch Talk Go স্মার্টওয়াচ। স্বাস্থ্য সম্পর্কে সচেতনদের এই স্মার্টওয়াচ অত্যন্ত পছন্দ হবে বলে মনে করছেন নির্মাতারা।
ভারতে Dizo Watch Talk Go স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা
এই স্মার্টওয়াচের আসল দাম ৩৯৯৯ টাকা। তবে লঞ্চের পর প্রথম অফার হিসেবে এই ফোনের দাম ধার্য হয়েছে ৩৪৯৯ টাকা। ৩০ নভেম্বর দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে।
Dizo Watch Talk Go স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৩৯ ইঞ্চির রাউন্ড অর্থাৎ গোল ডিসপ্লে। ফিটনেস ট্র্যাকার হিসেবে এই স্মার্টওয়াচে রয়েছে ডুয়াল হেলথ সেনসর। তার সাহায্যে বিভিন্ন হেলথ ট্র্যাকিং ফিচার সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব হয়। ইউজারের বিভিন্ন অ্যাক্টিভিটি মনিটর করা সম্ভব এই স্মার্টওয়াচের মাধ্যমে। ১১০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। সেই তালিকায়- জিমন্যাস্টিক, যোগাসন, হাইকিং, ক্রস ফিট, ক্যারাটে, তাইকুন্ডো, ঘোড়ায় চড়া বা হর্স রাইডিং, ডিস্ক গেম, নাচ করা এইসবকিছুই যুক্ত রয়েছে।
Amazfit Pop 2 স্মার্টওয়াচ
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেনসর এবং ১০০-র বেশি স্পোর্টস মোড। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭৮ ইঞ্চির একটি HD AMOLED 2.5D Curved ডিসপ্লে যেখানে আবার always on ফিচারের সাপোর্ট রয়েছে। ভারতে Amazfit Pop 2 স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ৩৯৯৯ টাকায়। তবে এখন কিছুটা কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ। ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে ৩২৯৯ টাকায়। অর্থাৎ লঞ্চিং অফার হিসেবে ৭০০ টাকা দাম কমেছে এই স্মার্টওয়াচের।
Fire Boltt Ninja Call Pro Plus
এই নতুন স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১৯৯৯ টাকায়। কালো, নীল, ধূসর, গোলাপি এবং কালো রঙে পাওয়া যাচ্ছে Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচ। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচ কেনা যাবে অ্যামাজন এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এই স্মার্টওয়াচে রয়েছে বড় সাইজের ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার (Bluetooth Calling Feature)। এছাড়াও রয়েছে কুইক অ্যাকসেস ডায়াল প্যাড। তার সঙ্গে HD ডিসপ্লে রয়েছে এই নতুন স্মার্টওয়াচে।
আরও পড়ুন- ভারতে হাজির নয়েজের নতুন ইয়ারবাডস, দাম ২০০০ টাকার কম, রয়েছে নজরকাড়া ফিচার