Amazon Festival TV Sale: কোনও লুকোনো দাম নয়, টিভির ওপর ফ্ল্যাট ছাড় দিচ্ছে অ্যামাজন। নামী দামী কোম্পানির ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইটে। পুজোর আগে টিভি কিনতে চাইলে অবশ্যই দেখে নিন অ্যামাজনের সেরা ডিল।
সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল
Redmi(32 inches) HD Ready Android Smart LED TVরেডমি ৩২ ইঞ্চি Redmi HD (32 inches)হাই ডেফিনিশনের এই অ্যান্ড্রয়েড টিভিতে ছাড় দিচ্ছে অ্যামাজন। টিভিতে ৭২০ পি বা এইচডি রেজলিউশন দেওয়া হয়েছে। ৬০ হার্টজের রিফ্রেস রেট পাবেন টিভিতে। সাম্প্রতিক টেকনোলজির স্মার্ট এলইডি টিভি দিচ্ছে রেডমি। ইন্টারনেট সার্ভিসের মধ্যে এই টিভিতে Netflix, Prime Video, 5000+, Play, And, Youtube, Disney+Hotstar, Store, From, Apps-এর সুবিধা লাভ করতে পারবেন ক্রেতারা। এছাড়াও টিভিতে রয়েছে, Dual Band Wi-Fi, USB, Ethernet, HDMI। যা ক্রেতার স্মার্ট টিভির চাহিদা পূরণ করবে।অ্যামাজনে এই টিভি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে। যা জানতে ক্লিক করুন অ্যামাজনের লিঙ্কে।
Mi(43 Inches) Full HD Android Smart LED TV 4A PROঅ্যামাজনে মি-এর ফুল এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে ছাড় পাওয়া যাচ্ছে। ৪৩ ইঞ্চির এই টিভি দর্শকদের কাছে সিনেমা বা টেলিভিশন দেখার একটা অন্য অভিজ্ঞতা দেবে। এলইডি টেকনোলজি থাকায় ভিউয়িং অ্যাঙ্গেলে কোনও সমস্যা হবে না ক্রেতাদের। ১০৮০ পি এর এই টিভিতে থাকছে ৬০ হার্টজের রিফ্রেস রেট। এই টিভিতে ইন্টারনেটের মাধ্যমে Netflix, Amazon Prime, Zee5, Google Play Music, Sony Liv ছাড়াও আরও Disney+Hotstar, Hotstar, PlayStore, YouTube-এর সুবিধা লাভ করতে পারবেন ক্রেতা।
বিস্তারিত জানতে ক্লিক করুন ; কী কী সুবিধা রয়েছে ? ছাড়ই-বা কেমন ?
আরও পড়ুন : Amazon Festival Offer: অ্যামাজনে গুগল পিক্সেল ফোনে বাম্পার সেল, প্রতিটি মডেলেই থাকছে ছাড়
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়