Amazon Festival Sale: সেরা অফারে Mi 11X 5G ফোন কিনতে চাইলে এখনই দেখে নিন অ্যামাজনের হ্যাপিনেস সেল। ফোনের এমআরপিতে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও পাবেন ক্যাশব্যাক অফার। Citi ও Axis Bank কার্ড থেকে পেমেন্টে 3500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধা পাবেন ক্রেতা। সঙ্গে ফোনে রয়েছে 18,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
অ্যামাজনের সেলে Mi 11X 5G-তে পাচ্ছেন আকর্ষণীয় ডিল। ফোনের এমআরপি-তে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে অন্যান্য সুবিধা। অফারে খুব কম দামে কেনা যাবে এই ডিভাইস।
Mi 11X 5G Cosmic Black রয়েছে কী কী অফার ?
ফোনের দাম 33,999 টাকা হলেও পাবেন 6 হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। এখন 27,999 টাকায় পাওয়া যাচ্ছে এই ডিভাইস।ফোনে থাকছে 18,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।পুরোনো ফোন দিয়ে 18 হাজার পর্যন্ত ছাড় নিতে পারেন ক্রেতা। তবে এই এক্সচেঞ্জ অফার পুরোটাই আপনার ফোনের বর্তমান অবস্থার ওপর নির্ভর করবে। এ ছাড়াও সিটি ব্যাঙ্ক ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ফ্ল্যাট 3500 টাকা ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে সেলে।Axis Bank ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টেও থাকছে ফ্ল্যাট 3500 টাকা সঙ্গে সঙ্গে ছাড়ের সুবিধা। প্রাইম মেম্বারদের জন্য থাকছে ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
Mi 11X 5G অ্যামাজনে পান এই দামে
Mi 11X 5G Cosmic Black Specifications: ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপ-সহ রয়েছে ট্রিপল ক্যামেরা।যার মধ্যে মেন ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেলের। এ ছাড়াও থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8 এমপির আল্ট্রা-ওয়াইড ও 5 এমপি সুপার ম্যাক্রো সেন্সর। 6.67 ইঞ্চির এই ফোনে রয়েছে FHD + (1080x2400) AMOLED ডট ডিসপ্লে।ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর দিয়েছে কোম্পানি। 4520 mAH এর সঙ্গে ডিভাইসে রয়েছে 33W ফাস্ট চার্জিং।এই ফোনে ইনবিল্ড অ্যালেক্সা রয়েছে।
Mi 11X 5G অ্যামাজনে পান এই দামে
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম