মুম্বই : আজ ১৯ অক্টোবর। জন্মদিন বলিউডের 'ঢাই কিলো কি হাত' অভিনেতা সানি দেওলের (Sunny Deol)। 'বেতাব' থেকে 'ব্ল্যাঙ্ক', নয় নয় করে সানি দেওলের বয়স হয়ে গেল ৬৫ বছর। এমন খুশির দিনে সোশ্যাল মিডিয়ায় দাদা সানি দেওলকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন ভাই ববি দেওল (Bobby Deol)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন ববি দেওল। সেখানে দেখা যাচ্ছে ধর্মেন্দ্রর চার ছেলেমেয়েকে। সানি এবং ববি দেওল বুকে জড়িয়ে ধরে রয়েছেন তাঁদের দুই বোন বিজেতা ও অজিতাকে। ছবির নিচে ক্যাপশনে ববি দেওল লিখেছেন, 'শুভ জন্মদিন দাদা। তুমি জানো আমার গোটা পৃথিবীটাই তুমি।'


আরও পড়ুন - Defamation Suit Case : শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের রাজ-শিল্পার


প্রসঙ্গত, ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাজের জন্য বেছে নিলেও দুই কন্যা অভিনয় জগতেরদিকে পা বাড়াননি। বরং নজর দিয়েছেন নিজেদের পড়াশোনায় এবং অন্য কেরিয়ারে। বিজেতা এবং অজিতা দুজনেই আমেরিকায় থাকেন। 



আরও পড়ুন - Dia Mirza in Bollywood: বলিউডে দু'দশক কাটিয়ে ফেললেন দিয়া মির্জা, কোন ছবি দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার?


কিছুদিন আগে দশেরা উপলক্ষে সানি দেওল ধোষণা করেছিলেন, ২০০১-এর জনপ্রিয় বলিউড ছবি 'গদর - এক প্রেম কথা'-র সিক্যুয়েলের। আর জন্মদিনে তাঁকে দেখা গেল টিম 'গদর টু'-এর সঙ্গে। প্রসঙ্গত, 'গদর - এক প্রেম কথা' পরিচালনা করেছিলেন, অনিল শর্মা। বিপরীতে ছিলেন অমিশা পটেল। এর আগে শেষবার সানি দেওলকে পর্দায় দেখা গিয়েছে ২০১৯-এ মুক্তি পাওয়া 'ব্ল্যাঙ্ক' ছবিতে। ওই বছরই তিনি তাঁর ছেলে কর্ণ দেওলের ছবি 'পল পল দিল কে পাস' পরিচালনা করেছিলেন। উল্লেখ্য, সানি দেওল এবং ববি দেওল দুজনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন 'আপনে টু' ছবিতে। এই ছবিটিও পরিচালনা করছেন অনিল শর্মা। ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্রকেও।


আরও পড়ুন - Hrithik Viral Dance: জিম সেশনে হৃত্বিকের ডান্স স্টেপে মেতে উঠেছেন বলি সেলেবরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়