Amazon Great Freedom Festival Sale 2023: অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টভ্যাল সেল (Amazon Great Freedom Festival Sale 2023) শুরু হতে চলেছে আগামী ৫ অগস্ট। এই সেল শেষ হবে ৯ অগস্ট। ব্যাপক ছাড় পাওয়া যাবে স্মার্টফোন, ল্যাপটপ, অডিও অ্যাকসেসরিজ, স্মার্ট হোম ডিভাইস এবং অন্যায় ইলেকট্রনিক্স জিনিসে। থাকবে বিভিন্ন আকর্ষণীয় ডিল এবং অফার। অ্যামাজন প্রাইম মেম্বাররা (Amazon Prime Members) একদিন আগে থেকে এই সেলে কেনাকাটা করার সুযোগ পাবেন। ৪ অগস্ট দুপুর ১২টা থেকে অ্যামাজন প্রাইম মেম্বাররা গ্রেট ফ্রিডম সেলে কেনাকাটার সুযোগ পাবেন। এসবিআই- এর ক্রেডিট কার্ডে জিনিস কিনলে এবং ইএমআই ট্রানজাকশন হলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও থাকবে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কিনতে পারবেন ক্রেতারা। আর থাকবে ব্যাঙ্ক অফার। 


অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে কী কী সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন 



  • এই সেলের পাঁচটি বিশেষ ক্যাটেগরি থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। বিভিন্ন ডিল এইসব ক্যাটেগরির আওতাধীন হবে। 

  • Blockbuster Deals, Grand Opening Deals, 8pm Deals, Deals Under Rs. 999, Price Crash Store- এই পাঁচটি ক্যাটেগরিতে চলবে সেল।

  • যাঁদের স্মার্টফোন কেনার পরিকল্পনা রয়েছে তাঁরা এই সেলে নতুন ফোন কিনতে পারেন কারণ থাকতে চলেছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের দাম কমতে পারে বেশ অনেকটাই।

  • অগস্ট মাসের ১ তারিখেই লঞ্চ হবে রেডমি ১২ ৫জি ফোন, এর দামেও ছাড় থাকার সম্ভাবনা রয়েছে। 

  • অ্যামাজনের এই সেলে স্মার্টফোন অ্যাকসেসরিজের দাম কমে ৬৯ টাকা হতে পারে।

  • শুধু ফোন নয় ছাড় থাকতে চলেছে ট্যাব এবং ল্যাপটপের দামেও। অনেকটা কম দামে কেনা যেতে পারে স্মার্ট টিভি। 

  • জুলাই মাসে যে সমস্ত ফোন লঞ্চ হয়েছে এবং অ্যামাজনের গ্রেট ফ্রিডম সেল শুরু হওয়ার আগে যে সমস্ত ফোন লঞ্চ হবে ভারতে সেইসব মডেলের দামে ছাড় থাকতে পারে। এর সঙ্গে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার, আকর্ষণীয় ডিল-অফার, এইসব থাকারও সম্ভাবনা রয়েছে। 

  • আইফোন ১৪ সিরিজের প্রো মডেল কিছুটা কম দামে কেনা যেতে পারে। আইফোন ১৪ সিরিজের দাম কিছুটা কমতে পারে অ্যামাজনের এই সেলে।

  • ফোন, ট্যাব, ল্যাপটপের পাশাপাশি অডিও ডিভাইস, ওয়ারেবল ডিভাইস এবং ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজও অনেকটা কম দামে কিনতে পারবে ক্রেতারা। থাকবে অনেক অফার। এমনটাই অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন- থ্রেডস অ্যাপে আসতে চলেছে ট্যুইটারের জনপ্রিয় ফিচার 'ডিরেক্ট মেসেজ'