Amazon Great Indian Festival: শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই এই সেলের জন্য পেজ লাইভ হয়েছে ই-কমার্স সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ অর্থাৎ কবে সেল শুরু হবে, কতদিন পর্যন্ত তা চলবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। অ্যামাজনের এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে মোবাইল ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স সামগী, বাড়ির জিনিসপত্র, ফ্যাশন সংক্রান্ত জিনিস, স্মার্ট টিভি এবং আরও অনেক কিছুর উপরে থাকতে চলেছে ছাড়। 


মোবাইল এবং অ্যাকসেসরিজের উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড়


অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে মোবাইল এবং অ্যাকসেসরিজের উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এই সেলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ফোনের দামে ছাড় পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এসবিআই- এর গ্রাহকরা ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। 


অ্যামাজনের এই সেলে কোন কোন মোবাইলের দামে ছাড় থাকতে পারে, একনজরে দেখে নিন



  • স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন মডেল ছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি, রিয়েলমি নারজো ৬০ এক্স ৫জি, আইকিউওও জেড৭ প্রো ৫জি এবং সম্প্রতি লঞ্চ হওয়া Honor 90 5G ফোনের দামেও থাকবে আকর্ষণীয় অফার।

  • মাঝামাঝি রেঞ্জের ফোন অর্থাৎ যাঁদের দাম আকাশছোঁয়া নয়, সাধ্যের মধ্যে সেইসব ফোনের ক্ষেত্রেও থাকবে দুর্দান্ত সমস্ত ডিল। এই তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি, আইকিউওও জেড৭এস, টেকনো পোভা ৫ প্রো ৫জি এবং ওপ্পো এ৭৮ ৫জি ফোনের দামে থাকবে ছাড়। 

  • কম দামে ফোন কেনার পরিকল্পনা থাকলে অ্যামাজনের এই সেলে রেডমি ১২ ৫জি, আইকিউওও জেড৬ লাইট, রেডমি ১২সি, আইটেল এ৬০এস এবং লাভা ব্লেজ ৫জি- এই ফোনগুলি কিনতে পারেন।  


অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার, প্রাইম সদস্যদের (অ্যামাজন প্রাইম মেম্বার) জন্য বিশেষ সুযোগ রাখা হচ্ছে। উল্লিখিত ফোনগুলি ছাড়াও জনপ্রিয় মডেল আইফোন ১৩, ওয়ানপ্লাস ১১, স্যামসাং গ্যালাক্সি এস২৩- এইসব ফোনেও থাকতে চলেছে দুরন্ত অফার। স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং আরও অনেক কিছুতেই থাকতে চলেছে ছাড়। ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোনের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে। স্মার্ট টিভি এবং অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রেও প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে বলে অনুমান করা হচ্ছে। অ্যামাজন সংস্থা জানিয়েছে, অ্যালেক্স ডিভাইসগুলি এবং ফায়ার টিভি, কিন্ডেল এইসব ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে। 


আরও পড়ুন- টেকনো কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে এই মডেলে?