Smartphones: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2023) শুরু হয়ে গিয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল। যাঁরা নতুন ফোন (Smartphones Uder Rs 15,000) কেনার পরিকল্পনা করছেন, তাঁরা অ্যামাজনের এই সেলে বিভিন্ন ফোনের অপশন পাবেন। ১৫ হাজার টাকা বাজেট হলে বেশ কিছু ফোন কেনার সুযোগ পাবেন আপনি। এমনিতেও স্মার্টফোনের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এই ই-কমার্স সংস্থা। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই, কুপন ভিত্তিক ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার এবং পেমেন্ট সংক্রান্ত বিশেষ ছাড়। স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা, প্রায় ২৫০০ টাকা। এবার দেখে নেওয়া যাক অ্যামাজনের এই সেলে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন কেনার সুযোগ পাবেন আপনি। 


রেডমি ১১ প্রাইম ৫জি


অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। এই ফোন আসলে অ্যামাজনের সেলে থাকা 'মোস্ট অ্যাফোর্ডেবল' ৫জি ফোন। 


আইকিউওও জেড৬ লাইট ৫জি


ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। গেমিংয়ের জন্য এই ফোন আদর্শ। কারণ আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে রয়েছে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে। 


স্যামসাং গ্যালাক্সি এম৩২


স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনের আসল দাম ১৬,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন কেনা যাবে ১৩,৪৯৯ টাকায়। এই ফোনে রএছে ৬.৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, মিডিয়াটেক জি৮০ চিপসেট, ৪ জিবি ও ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। 


আইকিউওও জেড৬ ৪৪ ওয়াট


অ্যামাজনের সেলে আইকিউওও সংস্থার এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। যদিও এই ফোনের আসল দাম ১৯,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ কম দামে আইকিউওও সংস্থার এই ফোন কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আইকিউওও জেড৬ ৪৪ ওয়াটের ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট এবং ফাস্ট চার্জিং ফিচার। 


রিয়েলমি নারজো ৫০


এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। এই ফোন কেনার ক্ষেত্রে থাকছে নো-কস্ট ইএমআই অপশন (নির্দিষ্ট পেমেন্ট প্রক্রিয়ায়)। কিস্তি শুরু হবে ৫৭৩ টাকা থেকে। এই ফোনে ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। 


রেডমি ১০ পাওয়ার


অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ১১,৪৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১৮,৯৯৯ টাকা। প্রায় ৩৯ শতাংশ ছাড় রয়েছে এই ফোনের দামের ক্ষেত্রে। রেডমি ১০ পাওয়ার ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস টাচ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১-র সাপোর্ট, ৮ জিবি র‍্যাম এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। 


আরও পড়ুন- ডুয়াল রেয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ওপ্পো এ৭৮ ৫জি ফোন, দাম কত?