Amazon Great Republic Day Sale 2024: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৪ (Amazon Great Republic day Sale 2024) শুরু হতে চলেছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রতি বছরের মতোই এবারও যে গ্রেট রিপাবলিক ডে সেল (Great Republic Day Sale) অ্যামাজনের ওয়েবসাইটে (Amazon India Website) হবে সেটা স্পষ্ট। ই-কমার্স সংস্থা (e-commerce organization) এই সেলে একগুচ্ছ প্রোডাক্টের দামে আকর্ষণীয় ছাড় দেয়। সেই তালিকায় স্মার্টফোনের (Smartphones) সঙ্গে থাকে ল্যাপটপ (Laptops), ট্যাবলেট বা ট্যাব (Tab), অডিও প্রোডাক্ট (Audio Products) এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্র (Electronics Devices) যা রোজের ব্যবহারে প্রয়োজন হয়। প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারির আগেই অ্যামাজনে এই সেল শুরু হয়। জানা গিয়েছে, অ্যামাজনের আসন্ন সেলে ক্রেতারা নির্দিষ্ট ব্যাঙ্কের ট্রানজাকশনে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। গত বছর ১৫ জানুয়ারি শুরু হয়েছিল অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল। হয়তো এই বছরেও ওই দিনই সেল শুরু হবে। এমনটাই অনুমান করা হচ্ছে। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। অ্যামাজনের অন্যান্য সেলের মতোই প্রাইম সদস্যরা একদিন আগে থেকে এই গ্রেট রিপাবলিক ডে সেলেও কেনাকাটার সুযোগ পাবেন।
অ্যামাজনের এই সেলে স্মার্টফোন এবং অ্যাকসেসরিজের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। ৫জি স্মার্টফোনের দাম শুরু হবে ৯৯৯৯ টাকা থেকে। ৫০ হাজার টাকা পর্যন্ত স্মার্টফোনের দামে ছাড় পেতে পারেন ক্রেতারা। স্মার্টওয়াচের ক্ষেত্রেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে অ্যামাজনের সেলে। এর পাশাপাশি স্মার্ট টিভি এবং অন্যায় অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে। বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় অফার থাকার পাশাপাশি অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৪- এ ক্রেতারা স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন তাঁরা। এছাড়াও পুরনো ফোনের পরিবর্তে নতুন মডেল কেনার সুবিধা থাকছে গ্রাহকদের জন্য, একে বলে এক্সচেঞ্জ অফার। এই ছাড়ের মাধ্যমে দাম অনেকটাই কমে যাবে ডিভাইসের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।