5G Phones Under Rs 15000: ৫জি ফোন (5G Phone) কিনবেন ভাবছেন? ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) ১৫ হাজার টাকার মধ্যে (Smartphones Under Rs 15000) পেয়ে যাবেন বেশ কয়েকটি মডেল। সেগুলি কী কী? দেখে নেওয়া যাক।


রেডমি ১৩সি 


এই ফোনের দাম অ্যামাজনে ১০,৯৯৯ টাকা। বেস ভ্যারিয়েন্ট যেখানে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত তার জন্য এই দাম ধার্য হয়েছে। প্রোডাক্ট পেজে গিয়েছে ১০০০ টাকা কুপন ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম আরও কমে হবে ৯৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও রেডমি ১৩সি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রেডমি ১৩সি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেওসিটি ৬১০০ প্লাস চিপসেট। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


পোকো এম৬ প্রো ৫জি 


অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পোকো সংস্থার এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। ৩৮ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে এই ফোনের দামে। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই- এর সাপোর্ট। মাসিক কিস্তি শুরু হবে ৭৮৪.৮৮ টাকা থেকে। পকো এম৬ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৬.৭৯ ইঞ্চির পাঞ্চ হোল কাট আউট যুক্ত ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব। আর পাঞ্চ হোল কাট আউটে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। পোকো এম৬ প্রো ৫জি ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে। 


আইকিউওও জেড৬ লাইট ৫জি 


এই ফোনের আসল দাম ১২,৯৯৯ টাকা। অ্যামাজন থেকে কেনা যাবে ১১,৪৯৯ টাকায়। এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোনের দাম ভারতে কত হতে পারে? কবে লঞ্চ?