Best Laptops Under Rs 30000: ভারতে ল্যাপটপ ডেজ সেল শুরু করেছে অ্যামাজন। আজই তার শেষ দিন। অর্থাৎ ৮ ডিসেম্বর পর্যন্ত অ্যামাজনের এই সেলে ৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। এই তালিকায় কোন কোন ল্যাপটপের মডেল রয়েছে, সেই ডিভাইসে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক। অ্যামাজনের এই সেলে প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে ল্যাপটপের দামে। এক্সচেঞ্জ অফারেও ক্রেতারা প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও কানাড়া ব্যাঙ্কের ডেবিট কার্ডে কেনাকাটা করলে ৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। আর আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতারা ৭.৫ শতাংশ ছাড় পাবেন। এবার নজর দেওয়া যাক তালিকায়।


ভারতে ৩০ হাজার টাকার কম দামে অ্যামাজন থেকে কোন কোন ল্যাপটপ কিনতে পারবেন


লেনোভো ১৫


এই ল্যাপটপ এখন অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে ২২,৪০০ টাকায়। লেনোভোর এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে Intel Celeron N4500 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি DDR4 র‍্যাম ও ২৫৬ জিবি SSD M.2 স্টোরেজ। উইন্ডোজ ১১- এর সাপোর্টে এই ল্যাপটপ পরিচালিত হয়। এখানে রয়েছে 35Wh ব্যাটারি যা একবার পুরো চার্জ দিলে প্রায় ৬ ঘণ্টা ল্যাপটপ চালু রাখতে সক্ষম। এই ল্যাপটপে ডিসপ্লেতে 1920x1080p রেজোলিউশন এবং 250 nits of peak brightness- এর সাপোর্ট পাওয়া যাবে। 


আসুস ভিভোবুক ১৫


আসুসের এই ল্যাপটপ আজ অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে অর্থাৎ জনপ্রিয় এই ই-কমার্স সংস্থা থেকে কিনতে পারবেন ২৬,৯৯০ টাকায়। এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি এইচডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং সেখানে থাকছে 1366x768p রেজোলিউশন। আসুস ভিভোবুক ১৫ মডেলে একটি Intel Celeron N4020 প্রসেসর থাকছে। তার সঙ্গে ৮ জিবি DDR4 র‍্যাম ও ৫১২ জিবি SSD M.2 স্টোরেজ স্পেস যুক্ত রয়েছে। উইডোজ ১১- এর সাপোর্টে পরিচালিত আসুসের এই ল্যাপটপে একটি 37Wh বায়টারি রয়েছে। একবার পুরো চার্জ দিলে এই ব্যাটারির সাহায্যে ল্যাপটপ চালু থাকবে প্রায় ৬ ঘণ্টা। এই ল্যাপটপে ব্যাকলিট কিবোর্ডের সাপোর্টও রয়েছে। 


এসার অ্যাসপায়ার লাইট


এসার সংস্থার এই ল্যাপটপ অ্যামাজন থেকে কেনা যাবে ২৮,৯৯০ টাকায়। এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে 11th Gen Intel Core i3 প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি DDR4 র‍্যাম ও ২৫৬ জিবি SSD স্টোরেজ স্পেস যুক্ত রয়েছে। এই ল্যাপটপও পরিচালিত হয় উইন্ডোজ ১১- র সাহায্যে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬৫ ফোন, মিল থাকবে গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে, রইল সম্ভাব্য ফিচার