Poco Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬৫ ফোন, মিল থাকবে গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে, রইল সম্ভাব্য ফিচার

Poco C65: পোকো সি৬৫ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলের ছবি প্রকাশ্যে এসেছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে এই ডিজাইনের মিল রয়েছে। পার্পল রঙে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে।

Continues below advertisement

Poco Smartphone: পোকো সি৬৫ (Poco C65) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রের খবর এই ফোন ভারতে লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে পোকো সি৬৫ ফোন। এই মডেল আসলে পোকো সি৫৫ (Poco C55) ফোনের সাকসেসর ভ্যারিয়েন্ট। চলতি বছর নভেম্বর মাসে পোকো সি৬৫ ফোন লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে- এইসব ফিচারের সাপোর্ট। ভারতে পোকো সি৬৫ ফোন দ্রুত লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে এখনও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। 

Continues below advertisement

পোকো সি৬৫ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলের ছবি প্রকাশ্যে এসেছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে এই ডিজাইনের মিল রয়েছে। পার্পল রঙে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। থাকতে পারে আরও রঙের অপশন। বলা হচ্ছে, পোকো সি৬৫ ফোন রেডমি ১৩সি মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে। পোকো সি৬৫ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকবে, যেমনটা গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে। 

একনজরে দেখে নেওয়া যাক পোকো সি৬৫ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে কোন কোন ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে

কালো, নীল এবং পার্পল রঙে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এই ফোন। সেখানে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাপোর্ট। এর সঙ্গে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এই ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং সেখানে রয়েছে ম্যাক্রো লেন্স। এর সঙ্গে রয়েছে একটি ছোট গোলাকার এলইডি ফ্ল্যাশ। পোকো সি৬৫ ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকে কোণে (উপরে) সাজানো রয়েছে দুটো আলাদা গোলাকার ক্যামেরা সেনসর। লম্বালম্বি ভাবে সজ্জিত রয়েছে এই দুই ক্যামেরা সেনসর। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। পোকো সি৬৫ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। মাইক্রো ইউএসবি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্লোনাস, 4G VoLTE- এর সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- ভারতে ওয়ানপ্লাস ১২ কবে লঞ্চ হতে পারে? কী কী ফিচার থাকতে পারে এই মডেলে?

Continues below advertisement
Sponsored Links by Taboola