Amazon Layoffs: অ্যামাজনে (Amazon) দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই (Layoffs) শুরু হয়ে গিয়েছে। গতমাসেই এই ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল অ্যামাজন কর্তৃপক্ষ। নতুন করে অ্যামাজনে যে কর্মী ছাঁটাই শুরু হয়েছে সেখানে প্রায় ৯০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন। একাধিক বিভাগের উপর পড়তে চলেছে কর্মী ছাঁটাইয়ের প্রভাব। জানা গিয়েছে, ইতিমধ্যে অ্যামাজনের ওয়েব সার্ভিস এবং এইচআর বিভাগ থেকে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। অথচ Amazon Web Services (AWS) নাকি সংস্থার সবচেয়ে লাভজনক বিভাগ। কিন্তু এই বিভাগ থেকেই গ্লোবাল স্তরে ছাঁটাই শুর হয়েছে। এই কর্মী ছাঁটাই প্রক্রিয়ার শুরুটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকা দিয়ে। যাঁরা ছাঁটাই হয়েছেন তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থার সিইও অ্যাডাম সেলিপস্কি এবং এইচআর বিভাগের প্রধান বেথ গ্যালেট্টি- একথা জানিয়েছেন কর্মীদের।
এর আগে মার্চ মাসে অ্যামাজন কর্তৃপক্ষ ঘোষণা করেছিল প্রায় ৯০০০ কর্মী ছাঁটাই হবে। তারও আগে গতবছর নভেম্বর এবং এবছর জানুয়ারি মাসে প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থা থেকে। খরচ নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই অ্যামাজনের একাধিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বিজ্ঞাপন বিভাগও। সম্প্রতিই অ্যামাজনের বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। অ্যামাজনের প্রথম পর্যায়ের কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে রিক্রুটিং এবং এইচআর টিমের পাশাপাশি রিটেল গ্রুপ এবং ডিভাইস টিম থেকেও চাকরি খুইয়েছিলেন অনেকে। নতুন করে দ্বিতীয় দফায় যে কর্মী ছাঁটাই ইতিমধ্যেই শুরু হয়েছে সেখানে এইচআর গ্রুপ থেকে ফের কর্মী ছাঁটাই হয়েছে।
অ্যামাজনের কর্মীদের অফিসে এসে কাজ করার নির্দেশ
সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার কথা বলা হয়েছিল অ্যামাজন সংস্থার কর্মীদের। সিইও অ্যান্ডি জেসি একথা ঘোষণা করেছিলেন। শোনা যাচ্ছে, এবার কর্মীদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, মে মাস অর্থাৎ আগামী মাস থেকে কর্মীরা সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করবেন বলেই অনুমান। আদৌ কর্মীরা অফিসে এসে কাজ করছেন নাকি রিমোট ওয়ার্কিং ফেসিলিটিতেই কাজ চালু রাখছেন সেটা ট্র্যাক করার জন্য এমপ্লয়ি ব্যাজ ব্যবহার করে সবটা খতিয়ে দেখতে পারে অ্যামাজন কর্তৃপক্ষ।
অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন
কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আর একটি খবর প্রকাশ্যে এসেছে। ভারতে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের খরচ বেড়েছে।
- নতুন নিয়মে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের এক মাসের খরচ ২৯৯ টাকা। আগের তুলনায় বেড়েছে ১২০ টাকা।
- তিনমাসের প্ল্যানের খরচ ৫৯৯ টাকা। আগে এই সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৪৫৯ টাকা। অর্থাৎ বেড়েছে ১৪০ টাকা।
- এক বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের খরচ ১৪৯৯ টাকা।
- অ্যামাজন অ্যানুয়াল প্রাইম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৯৯৯ টাকা।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে ফোন ধরতে পারছেন না? ভুল বোঝাবুঝি এড়াতে পাঠিয়ে দিন মেসেজ, আসছে নয়া ফিচার
আরও পড়ুন- কাঁচা আমের স্বাদে লুকিয়ে বহু গুণ, স্বাস্থ্য ফেরাবে কীভাবে?