Gadgets: ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon) ইলেকট্রনিক্সের (Electronics) জন্য নতুন একটি সেল (Amazon Mega Electronics Day) শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে এই সেল শুরু হয়েছে। আর তা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে স্মার্টওয়াচ (Smartwatch), হেডফোন (Headphone), ল্যাপটপ (Laptop) এবং আরও অনেক গ্যাজেটের দামে প্রায় ৮০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি এসবিআই (SBI)- এর কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এসবিআই- এর ইএমআই (EMI) ট্রানজাকশনের ক্ষেত্রেও এই অফার থাকবে। তাই যদি কোনও গ্যাজেট কেনার পরিকল্পনা থাকে অ্যামাজনে একবার নজর দিতে পারেন। 


Amazfit Active Smartwatch


এই স্মার্টওয়াচের দাম এখন অ্যামাজনে ১২,৯৯৯ টাকা। আসল দামের তুলনায় অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডে সেলে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে অ্যামেজফিটের এই স্মার্টওয়াচ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ফিটনেস কোচিং, জিপিএস ট্র্যাকিং, ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও স্বাস্থ্য এবং কানেক্টিভিটি সংক্রান্ত উন্নত ও আধুনিক ফিচার রয়েছে অ্যামেজফিট অ্যাক্টিভ স্মার্টওয়াচে। 


Boat Wave Sigma Smartwatch


বোটের এই স্মার্টওয়াচ অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডে সেলে পাওয়া যাচ্ছে ১৩৯৯ টাকায়। এই স্মার্টওয়াচে রয়েছে একটি ২.০১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এর পাশাপাশি রয়েছে ব্লুটুথ কলিংয়ের ফিচার। একাধিক এবং ভিন্ন ধরনের কাজকর্ম করা যায় বোটের এই স্মার্টওয়াচের সাহায্যে। বোট ওয়েভ সিগমা স্মার্টওয়াচে রয়েছে ডু ইট ইওরসেলফ ওয়াচ ফেস স্টুডিও। ডিজাইনের দিক থেকেও এই স্মার্টওয়াচ যথেষ্টই স্টাইলিশ এবং আকর্ষণীয়। 


Boat Airdopes 141 ANC Earbuds


এই ইয়ারবাডসের দাম অ্যামাজনে এখন ১৫৯৯ টাকা। মেগা ইলেকট্রনিক্স ডে সেলে এই দামে বোট এয়ারডপস ১৪১ ইয়ারবাডস কেনা যাবে। এখানে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এই ইয়ারবাডসের মাধ্যমে ইউজাররা অ্যাডভান্সড টেকনোলজি সম্পন্ন অডিও এক্সপিরিয়েন্স পাবেন। Beast Mode- এ অডিও পাওয়া যাবে এই ইয়ারবাডসে। এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন ফিচারও রয়েছে এই ইয়ারবাডসে। 


Boult Audio Z40 Earphones


এই ইয়ারফোনের দাম অ্যামাজনে মেগা ইলেকট্রনিক্স ডে সেলে এখন ১৩৯৯ টাকা। একবার পুরো চার্জ দিলে ৬০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এখানে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। মাইক্রোফোনে এই ফিচারের সাপোর্ট রয়েছে। আর রয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজি। হাই কোয়ালিটির এবং লং লাস্টিং অডিও পাওয়া যাবে এই ইয়ারফোনে। 


আরও পড়ুন- ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের দাম কমেছে অ্যামাজনের ফ্যাব ফোন ফেস্টে, কত কম দামে কেনা যাবে এখন?