সন্দীপ সরকার, কলকাতা : আজই হাসপাতাল থেকে ছাড়া হল মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakrabarty )। হাসপাতাল থেকে বেরিয়েই কথা বললেন খোস মেজাজে। সবাইকে আশ্বস্ত করে বললেন, সব ঠিক আছে !  'বললাম না আমি রাক্ষস..গোগ্রাসে খাই' হাসপাতাল থেকে বেরিয়েই বললেন 'মহাগুরু'। বিশেষ পরামর্শ দিলেন ডায়াবেটিকদের। বললেন, ভাববেন না, মিষ্টি না খেলেই ডায়াবেটিস  ( Diabetes ) হবে না । 



সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দিয়ে ইতিবাচক মনোভাব। আশ্বাস দিয়ে বললেন, সব ঠিক আছে। তবে বললেন, চিনি একটু বেশি খান। তাই ডাক্তারবাবুদের থেকে বকুনি খেয়েছেন। সোজসুজি বললেন, 'প্রবলেম কিচ্ছু নয়। প্রবলেম খাওয়াতে। আর আমি গোগ্রাসে খাই। এমনিতে সব ঠিক আছে, তবে আমায় খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। ' বললেন বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই বেড়ে গিয়েছিল সুগার । 


তারপরই অনুরাগীদের দিলেন বিশেষ হেলথ টিপস। বললেন, ভাববেন না, মিষ্টি না খেলেই ডায়াবেটিস হবে না । সব প্রবলেম খাওয়াতে। খাওয়াটা কন্ট্রোল করুন। ভয় পাবেন না ইনসুলিনকে। ইনসুলিন খুবই নিরাপদ। আমার সমস্যা ওভার ইটিং করেছি। বললাম না, আমি রাক্ষস' 


আগামী লোকসভা ভোটে প্রার্থী হবেন? মিঠুনের জবাব, না একদমই না। আমি প্রার্থী হলে ৪২ টা আসন কে দেখবে ? হাসপাতাল থেকে বেরিয়েই পরিস্কার জানিয়ে দিলেন, ১ তারিখ থেকে বিজেপির হয়ে লাগাতার প্রচারে দেখা যাবে তাঁকে। 'বিজেপির হয়েই করব, একাধারেই করব, রাজ্যের বাইরে দরকার হলে সেখানেও যাব'। রাজ্য-রাজনীতির পরিস্থিতি নিয়ে মিঠুন বললেন, সময় এসে গিয়েছে। এবার জনতার জেগে ওঠা উচিত। 


রবিবারই তাঁর খোঁজ নিতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী কথা হল । মিঠুন বললেন, পুরোটা তো বলা যাবে না। তবে কিছুটা বকাবকি করলেন। 


মিঠুনকে হাসপাতালে দেখতে এসেছিলেন অভিনেতা দেব। সংসদে দেবের বক্তব্য নিয়ে আপাতত তুঙ্গে জল্পনা। এরই মধ্যে বিজেপি নেতা মিঠুনকে দেখতে এলেন তৃণমূল সাংসদ দেব। এই নিয়ে প্রশ্ন করা হলে মিঠুন বললেন, 'পলিটিক্যালি আমি কোনও কমেন্ট করি না। আজও করব না। ও খুব বুদ্ধিমান ছেলে। ভাল ছেলে। জেনুইন ছেলে' 


জানিয়ে দিলেন, শুটিংয়ে ফিরবেন শিগগিরিই। ১৯ ফেব্রুয়ারি থেকে ফ্লোরে যাওয়ার কথা। আক্ষেপ করে বললেন, '২ টো দিন নষ্ট হয়ে গেল'


শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন অভিনেতা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন, জানানো হয় হাসপাতালের তরফে। যদিও চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী, তাই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  


আরও পড়ুন:          


শীতের আমেজ বাড়ছে উত্তরবঙ্গে, কত দিন স্থায়ী হবে?