Amazon Navratri Sale: অ্যামাজনের নবরাত্রি সেলে iPhone-এর নির্দিষ্ট মডেলে পাবেন বিশাল ছাড়। সব থেকে সস্তায় পাবেন iPhone 11। ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার ছাড়াও রয়েছে এক্সচেঞ্জ বোনাস। তাই আইফোন কেনার হলে এখনই দেখতে পারেন অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


ই-কমার্স কোম্পানির দাবি, সব ধরনের অফারের পরও আইফোন ১১-এ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ নিতে পারবেন ক্রেতা। যা এক কথায় বছরের সেরা ডিল।
১ iPhone 11 64 GB ( Red colour)


আইফোন ১১-এর এই ৬৪ জিবি মডেলের আসল দাম ৫৪,৯০০ টাকা। যা এখন অ্যামজনের সেলে ২৫ শতাংশ ফ্ল্যাট ছাড় দিয়ে ৪০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এরপরও রয়েছে এক্সচেঞ্জ বোনাসের সুবিধা। যাতে পুরোনো ফোন জমা দিয়ে ১৩৬৫০ টাকার সুবিধা লাভ করতে পারেন গ্রাহক। এ ছাড়াও অ্যামাজন ইউপিআই থেকে এই টাকা দিলে আরও ১০০টাকা ছাড় পাবেন ক্রেতা। এই সব অফার নিয়ে মাত্র ২৭,২৪৯ টাকায় এই ফোন পেতে পারেন গ্রাহক। একবারে এই টাকা দিতে না পারলে রয়েছে কিস্তিতে দেওয়ার সুযোগ। সেই ক্ষেত্রে নির্দিষ্ট ডেবিট অথবা ক্রেডিট কার্ডে ফোন নিলে ইএমআই বাবদ আলাদা কোনও চার্জ কাটবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একটা বিষয় মনে রাখতে হবে, পুরোনো ফোনের অবস্থা অনুযায়ী ক্রেতা সর্বোচ্চ ১৩,৬৫০ টাকার সুবিধা লাভ করতে পারবেন।


এই লিঙ্কে ক্লিক করে জানুন iPhone 11 64 GB ( Red colour)-এর দাম ও স্পেকস


২ iPhone 11 128 GB ( Green Colour)
এই মডেলের এমআরপি ৫৪,৯০০ টাকা। যদিও অ্যামাজনের সেলে ১২৮ জিবির এই আইফোন এখন ১৬ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। তারফলে ফোনের দাম দাঁড়ালো ৪৫,৯৯৯টাকা।এরপরও রয়েছে এক্সচেঞ্জ বোনাসের সুবিধা। যাতে পুরোনো ফোন জমা দিয়ে ১৩৬৫০ টাকার সুবিধা লাভ করতে পারেন গ্রাহক। এ ছাড়াও অ্যামাজন ইউপিআই থেকে এই টাকা দিলে আরও ১০০টাকা ছাড় পাবেন ক্রেতা। এই সব ধরনের অফার নিয়ে ৩২,২৪৯ টাকায় ১২৮ জিবি আইফোন কিনতে পারবেন আপনি।একবারে এই টাকা দিতে না পারলে রয়েছে কিস্তিতে দেওয়ার সুযোগ। সেই ক্ষেত্রে ইএমআই বাবদ আলাদা কোনও চার্জ কাটবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে এটা কেবল নির্দিষ্ট ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই সম্ভব। একটা বিষয় মনে রাখতে হবে, পুরোনো ফোনের অবস্থা অনুযায়ী ক্রেতা সর্বোচ্চ ১৩,৬৫০ টাকার সুবিধা লাভ করতে পারবেন।


অ্যামাজনের এই লিঙ্কে ক্লিক করলেই পাবেন iPhone 11 128 GB ( Green Colour) -এর বিস্তারিত বিবরণ


৩ iPhone 11 256 GB( Black colour)
আইফোন ১১-এর এই ২৫৬ জিবি মডেলের দাম আসলে ৬৪,৯৯৯টাকা। তবে এই ফোনে এমআরপির ওপর সরাসরি কোনও ছাড় দিচ্ছে না অ্যামাজন। তবে এক্সচেঞ্জ বোনাসে পুরোনো ফোন জমা দিয়ে ১৩৬৫০ টাকার সুবিধা লাভ করতে পারেন গ্রাহক। এ ছাড়াও অ্যামাজন ইউপিআই থেকে এই টাকা দিলে আরও ১০০টাকা ছাড় পাবেন ক্রেতা। এই সব অফার লাভ করলে ফোনের দাম দাঁড়াবে ৫১,২৪৯ টাকা। এ ছাড়াও নির্দিষ্ট ডেবিট অথবা ক্রেডিট কার্ডে ফোন নিলে ইএমআই বাবদ আলাদা কোনও চার্জ কাটবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একটা বিষয় মনে রাখতে হবে, পুরোনো ফোনের অবস্থা অনুযায়ী ক্রেতা সর্বোচ্চ ১৩,৬৫০ টাকার সুবিধা লাভ করতে পারবেন।


iPhone 11 256 GB( Black colour) এর স্পেকস জানতে ক্লিক করুন এই লিঙ্কে


আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার


আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম


আরও পড়ুন : Amazon Navratri Sale: অ্যামাজন নবরাত্রি সেলে দারুণ অফার, ২০০০টাকার মধ্যে পাবেন স্মার্ট ফিটনেস ট্র্যাকার