Amazon Offer On Laptop: টাচ স্ক্রিন ল্যাপটপ আর ব্যয়বহুল রইল না। অ্যামাজনে ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ল্যাপটপের উপর পান সেরা অফার। সেরা ব্র্যান্ডের এই ল্যাপটপটি পাচ্ছেন ২০ হাজারের কম দামে। HP Chromebook Thin & Light একটি খুব স্টাইলিশ ল্যাপটপ। কম্প্যাক্ট ও হালকা ওজনের কারণে এই ল্যাপটপ বহন করা খুব সহজ। জেনে নিন ল্যাপটপে HP Chromebook Thin & Light 14-ইঞ্চি ল্যাপটপের ডিল।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


HP Chromebook Thin & Light 14-inch 
আপনি যদি কম দামে সেরা টাচ স্ক্রিন 14-ইঞ্চির ল্যাপটপ কিনতে চান, তাহলে Amazon-এর সেলে নিন HP Chromebook Thin & Light 14-ইঞ্চি ল্যাপটপ৷ এই ল্যাপটপের দাম 27,490 টাকা হলেও 18,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে এই ডিভাইসে। যদিও এই বোনাস কেবল আপনার পুরানো ল্যাপটপের অবস্থার উপর নির্ভর করবে৷ এছাড়াও, এই ল্যাপটপে আমেরিকান এক্সপ্রেস ও ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে নো কস্ট ইএমআই-এর বিকল্পও রয়েছে। যেখানে আপনি সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এর মূল্য শোধ করতে পারবেন। এতে রয়েছে 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।


এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন HP Chromebook 14-এর সেরা অফার


স্পেসিফিকেশন- 14 ইঞ্চির এই টাচস্ক্রিন ল্যাপটপ খুবই হালকা ও ডিজাইনও দারুণ। আপনি এই ল্যাপটপে সব বড় অ্যাপ ও ব্রাউজার চালাতে পারবেন। ল্যাপটপে রয়েছে Intel Celeron N4020 প্রসেসর। 4GB DDR4 RAM, 64GB SSD রয়েছে ল্যাপটপে। যা 256GB পর্যন্ত মেমরি বড়ানো যায়। পাশাপাশি 100GB Google ড্রাইভ স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। সঙ্গে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট যা আপনি কেবল ভয়েজ কমান্ড দিয়েই যেকোনও ফিচার চালু করতে পারবেন।


এই ভয়েজ অ্যাসিস্ট্যান্টের সাহায্যে আপনি যেকোনও ভিডিও চালু করতে পারবেন। মিউজিক চালানোর পাশাপাশি রিমাইন্ডার সেট করতে পারবেন। এছাড়াও এটি একটি টাচ স্ক্রিন ল্যাপটপ, যা পরিচালনা করা খুব। ল্যাপটপে রয়েছে ক্রোম অপারেটিং সিস্টেম ও অটো সফটওয়্যার আপডেট। যা এতে ভাইরাস রোধের সুরক্ষা দেয়। ল্যাপটপ মাত্র 10 সেকেন্ডের মধ্যেই শুরু হয়ে যায়।