Amazon Offer On iPhoneXR: সস্তায় আইফোন কিনতে চাইলে এটাই সেরা সময়। Amazon-এ দুর্দান্ত ডিলে পাবেন iPhone XR (64GB) White। এই ফোনে রয়েছে সর্বোচ্চ ৩৩ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। এর সঙ্গে আরও ১৭ হাজারের অফার পাওয়া যাচ্ছে। জেনে নিন এই মডেলে কী কী ডিল পাবেন ক্রেতা।


এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার


Apple iPhone XR (64GB) – White  
iPhone XR-এর দাম 52,500 টাকা। যদিও অফারে এই ফোন মাত্র 34,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোনটি কিনলে আপনি সরাসরি 17 হাজারের বেশি ছাড় পাচ্ছেন। এই ফোনে 5টি রঙের বিকল্প রয়েছে। তবে 64GB-তে শুধুমাত্র সাদা iPhone XR (64GB) 33% ছাড় পাবেন। Amex ক্রেডিট কার্ড বা ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে EMI-এ 7.5% বা Rs 1500-এর ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাচ্ছে। পাশাপাশি HSBC কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 5% ক্যাশব্যাক পাবেন ক্রেতা। এই অফারের পরেও ফোনে 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে।


এই লিঙ্কে ক্লিক করে কিনতে পারেন iphone xr


iPhone XR Features
এই ফোনে পোর্ট্রেট মোড, পোর্ট্রেট লাইটিং, ডেপথ কন্ট্রোল, স্মার্ট HDR ও 4K ভিডিও মোডের বৈশিষ্ট্য সহ একটি 12MP ক্যামেরা রয়েছে।


1080p ভিডিও তৈরি করার জন্য পাবেন পোর্ট্রেট মোড, পোর্ট্রেট লাইটিং, ডেপথ কন্ট্রোল ও TrueDepth সহ একটি 7MP সেলফি ক্যামেরা।


এই ফোনে লিকুইড রেটিনা এইচডি এলসিডি ডিসপ্লে সহ একটি 6.1-ইঞ্চি স্ক্রিন পাবেন। ফোন জল ও ধুলো প্রতিরোধ ক্ষমতা রয়েছে।


এই ডিভাইসে পাবেন iOS 14 অপারেটিং সিস্টেম। এছাড়াও লক আনলকের জন্য ফেস আইডির একটি বৈশিষ্ট্য রয়েছে ফোনে।


দ্বিতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিন সহ A12 Bionic চিপসেট থাকায় ফোনটি খুব দ্রুত চলে।


ওয়্যারলেস চার্জিং ফিচারের পাশাপাশি ফোনটিতে ফাস্ট চার্জিং প্রযুক্তিও রয়েছে।


এই লিঙ্কে ক্লিক করে কিনতে পারেন iphone xr