Amazon Offer On MI phone: অ্যামাজনের সেল পাবেন MI-এর সেরা ফোনগুলি।এই ডিলে MI 10T Pro 5G-তে 23% পর্যন্ত ছাড় ও 14 হাজারের বেশি এক্সচেঞ্জ অফার রয়েছে। ফোনে 108MP-র প্রাইমারি ক্যামেরা ছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, অ্যালেক্সা ও 5G নেটওয়ার্কের সাপোর্ট। জেনে নিন কী কী অফার রয়েছে এই ফোনে।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল 


MI 10T Pro 5G (Cosmic Black, 8GB RAM, 128GB Storage)
ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোন 36,999 টাকায় পাওয়া যাচ্ছে। যদিও এর দাম 47,999 টাকা। অর্থাৎ এমআরপি-তে সরাসরি 11 হাজার টাকা ছাড় রয়েছে এই ডিভাইসে।


এই ফোনে 23% ডিসকাউন্টের পরও পাবেন 14,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। যদিও এই এক্সচেঞ্জ বোনাস আপনার পুরোনো ফোনের 
অবস্থার উপর নির্ভর করবে।


এই ফোনে নো কস্ট ইএমআই-এর বিকল্পও রয়েছে। যাতে আপনি সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এই ফোনের মূল্য শোধ করতে পারবেন। 


MI 10T Pro 5G ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে


স্পেসিফিকেশন- এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ক্যামেরা। ফোনে পাবেন 108MP ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP আল্ট্রা-ওয়াইড এবং 5MP ম্যাক্রো মোড ক্যামেরা রয়েছে। ফোনে 20MP ক্যামেরার সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনের ক্যামেরায় 6টি এক্সপোজার মোড, ফটো ক্লোন ফিচার, টাইম বার্স্ট, ডকুমেন্ট মোড 2.0, প্যানোরামা মোড, পোর্ট্রেট মোড রয়েছে।


ভাল ক্যামেরা ছাড়াও, এই ফোনটিতে FHD সহ একটি ফুল স্ক্রিন ডট ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন সাইজ 6.67-ইঞ্চি। ফোনের স্ক্রিনে এলসিডি মাল্টি-টাচ ক্যাপাসিটিভ ও অ্যাডাপটিভ সিঙ্ক ইন্টেলিজেন্ট প্রযুক্তি রয়েছে।


আলেক্সা এই ফোনে হ্যান্ডস ফ্রি, যেখানে আপনি শুধু ভয়েজ কমান্ডের মাধ্যমে ফোন কল করতে পারবেন। প্রয়োজনে এই কমান্ডের সাহায্যে আপনার পছন্দের মিউজিক শুনতে পারবেন।


ফোনে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, যার সাথে 26 ঘণ্টা টকটাইম ও 535 ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম রয়েছে। এছাড়াও, এতে 33W ফাস্ট চার্জারের বৈশিষ্ট্য রয়েছে।


6GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে ফোনে, যা 512GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনে ডুয়াল সিমও 5G নেটওয়ার্ক সাপোর্ট পাবেন আপনি। 


MI 10T Pro 5G ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে