Amazon Deal On Oppo A55 phone: ১৫ হাজারের মধ্যে ভাল ফোন কিনতে চাইলে অ্যামাজনের সেলে দেখতে পারেন Oppo A55 মডেল। এতে 50MP-র প্রাইমারি ক্যামেরা ছাড়াও রয়েছে ফাস্ট প্রসেসর। অ্যামাজনের সেলে ফোনে ৩ হাজারের ছাড় রয়েছে। এছাড়াও পাবেন ১২হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। দেখে নিন এই ফোনের ডিল ও স্পেসিফিকেশন।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


Oppo A55 (Starry Black, 4GB RAM, 64GB Storage)
অ্যামাজনের অফারে Oppo A55 মডেলের ভাল সেল চলছে। এই ফোনের এমআরপি 18,990 টাকা হলেও অফার প্রাইসে 15,490 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। যার ফলে ডিভাইসে সরাসরি 3500 টাকা ছাড় পাচ্ছেন গ্রাহক।


এ ছাড়াও ফোনে রয়েছে 11,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। যদিও এই বোনাস আপনার পুরোনো ফোনের অবস্থার উপর নির্ভর করে। এই ফোনে আমেরিকান এক্সপ্রেস ও ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে 'নো কস্ট ইএমআই' অপশনও রয়েছে। যার ফলে আপনি বিনা সুদে প্রতি মাসে ফোনের মূল্য শোধ করতে পারবেন। সঙ্গে পাবেন 1500 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার।


Oppo A55 -এ দারুণ অফার, এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন দাম


স্পেসিফিকেশন: ফোনের বিল্ড কোয়ালিটি বেশ ভাল। সঙ্গে রয়েছে তিনটি রেয়ার ক্যামেরা। যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও পাবেন ২ মেগার মোনো ও ম্যাক্রো লেন্স। ভাল সেলফির জন্য ফোনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।ডিভাইসে রয়েছে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


ফোনে 4GB RAM ও 64GB স্টোরেজ রয়েছে। এই ডিভাইস ডুয়াল সিম 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। ফোনে MediaTek Helio G35 পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। যাতে 2.3 GHz অক্টাকোর চিপসেট রয়েছে। ওপ্পোর এই ডিভাইস অ্যান্ড্রয়েড 11.0 বেসড কালার অপারেটিং সিস্টেমে চলে। এ ছাড়াও এই ফোনে রয়েছে 5000mAH লিথিয়াম পলিমার পাওয়ারের ব্যাটারি।


Oppo A55 -এ দারুণ অফার, এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন দাম