Amazon Offer On Redmi Smart TV: 32 বা 43 ইঞ্চি স্মার্ট টিভি কেনার পরিকল্পনা থাকলে দেখতে পারেন অ্যামাজনের সেল। এখানে রেডমি ব্র্যান্ডে সেরা অফার চলছে। সম্প্রতি লঞ্চ হওয়া এই স্মার্ট টিভিগুলি অ্যামাজনের সেলে সর্বাধিক বিক্রি হচ্ছে। এই টিভিগুলির রিভিও খুব ভাল। Amazon-এ এই দুই টিভির MRP-তে ডিসকাউন্ট ছাড়াও ক্যাশ ব্যাক ও এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাচ্ছে। দেখে নিন রেডমির স্মার্ট টিভির অফার ও স্পেসিফিকেশন।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
1 Redmi 80 cm (32 inches) HD Ready Smart LED TVRedmi-র এই 32-ইঞ্চি টিভিটি Amazon-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্ট টিভির তালিকায় রয়েছে। আপনি এই 32 ইঞ্চি স্মার্ট টিভিতে মাত্র 15,999 টাকায় পাচ্ছেন। এর এমআরপি 24,999 টাকা।
এই টিভিতে সম্পূর্ণ 4060 টাকার এক্সচেঞ্জ বোনাস ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে 1000 টাকা ইনস্ট্যান্ট অফ রয়েছে৷ নো কস্ট ইএমআই-এর অপশনও পাবেন এতে।
এই HD রেডি টিভির রেজোলিউশন 1366x768 ও রিফ্রেশ রেট 60 হার্টজ। এই টিভিতে 178 ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল রয়েছে।
এর ডিসপ্লেতে একটি A+ গ্রেড এলইডি প্যানেল রয়েছে। যাতে রয়েছে ভিভিড পিকচার ইঞ্জিন, ডিটেইল্ড পিকচার কন্ট্রোল, আল্ট্রা ব্রাইট স্ক্রিন, ডায়নামিক কন্ট্রাস্ট ও ডায়নামিক ব্যাকলাইট।
এই লিঙ্কে ক্লিক করে কিনুন রেডমির দুর্দান্ত টিভি
এতে আপনি সেটআপ বক্সের সঙ্গে সংযোগ করার জন্য 2টি HDMI পোর্ট ও 2টি USB পোর্ট পাবেন। আপনি এতে সব প্রাইম অ্যাপ দেখতে পারবেন।
ডলবি অডিও, ডিটিএস ভার্চুয়াল এক্স ও ডিটিএস-এইচডি সাউন্ড প্রযুক্তির সাথে সেরা সাউন্ডের জন্য 20 ওয়াটের শক্তিশালী স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে এতে।অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Chromecast,কিডস মোড উইথ প্যারেন্টাল লক, ইউনিভার্সাল সার্চ, অটো লো লেটেন্সি মোড।
75টিরও বেশি বিনামূল্যের লাইভ চ্যানেলের সাথে, আপনি প্লে স্টোর থেকে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি+ হটস্টার ইউটিউব, অ্যাপল টিভি, 5000+ অ্যাপের মতো সমস্ত প্রাইম অ্যাপ দেখতে পারবেন এতে।
এই টিভিতে একটি কোয়াড কোর প্রসেসর রয়েছে যা ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইতে চলে। এতে রয়েছে 1GB RAM ও 8GB স্টোরেজ।এই টিভিটি আপনার পছন্দ না হলে সহজে ফেরত দেওয়ার সুবিধা রয়েছে। এ ছাড়াও এতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। 2-Redmi 108 cm (43 inches) Full HD Smart LED TVআপনি যদি 32-এর পরিবর্তে একটু বড় টিভি নিতে চান, তাহলে Redmi-এর এই 43-ইঞ্চি স্মার্ট টিভি 25,999 টাকায় পাওয়া যাচ্ছে। এর এমআরপি 34,999 টাকা। অর্থাৎ এর ওপর সম্পূর্ণ ছাড় রয়েছে ৯ হাজার টাকার। এই টিভিতে সম্পূর্ণ 4060 টাকার এক্সচেঞ্জ বোনাস ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে 1000 টাকা ইনস্ট্যান্ট অফ রয়েছে৷ নো কস্ট ইএমআই-এর অপশনও পাবেন এতে।