Amazon Offer: ৫জি স্মার্টফোনের (5G Phone) দামে দুর্দান্ত অফার দিচ্ছে অ্যামাজন। জানা গিয়েছে, এই অফার চলবে ৩১ মে পর্যন্ত। প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন স্মার্টফোনের দামে। আপনি যদি অ্যামাজনের প্রাইম সাবস্ক্রাইবার (Amazon Prime Subscriber) হন তাহলে বেস্ট অফারের পাশাপাশি নো-কস্ট ইএমআই পাবেন আপনি। ২৪ মাস পর্যন্ত চলবে এই ইএমআই। অ্যামাজনের অফিশিয়াল ওয়েবসাইটে Advantage Just for Prime Store-এ এইসব অফার উপলব্ধ হবে গ্রাহকদের জন্য। ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি এবং আরও অনেক সংস্থার ৫জি ফোনের দামে থাকছে ছাড়।
এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে অ্যামাজনে
আইকিউওও ১১ ৫জি- এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগ ৮ জেন ২ প্রসেসর এবং একটি 2K E6 AMOLED ডিসপ্লে। ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে। অ্যামাজনে এই ফোন পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফার হিসেবে ৫০০০ টাকা ছাড় পেতে পারেন। পুরনো ফোনের বদলে এই ফোন কিনলে পুরনো ফোন কেমন রয়েছে তার উপরে নির্ভর করবে অফারের পরিমাণ। ৯ মাসের জন্য থাকছে নো-কস্ট ইএমআই- এর সুবিধা।
আইকিউওও নিও ৬ ৬জি- এই ফোনে রয়েছে স্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের E4 AMOLED ডিসপ্লে, একটি long-lasting ব্যাটারি। এই ফোনের দাম অ্যামাজনে এখন ২৪,৯৯৯ টাকা। এর সঙ্গে এক্সচেঞ্জ অফার হিসেবে আপনি ২০০০ টাকা ছাড় পেতে পারে।
রেডমি নোট ১২ ৫জি- এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ ৫জি প্রসেসর, হাই কোয়ালিটির ক্যামেরা। অ্যামাজনে এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। এর সঙ্গে ২০০০ টাকা এক্সচেঞ্জ অফার পেতে পারেন গ্রাহকরা।
শাওমি ১৩ প্রো- শাওমির এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২কে রেজোলিউশন যুক্ত E6 AMOLED ডিসপ্লে। উন্নত মানের ক্যামেরাও রয়েছে এই ফোনে। অ্যামাজনে এই ফোনের বর্তমান দাম ৭১,৯৯৯ টাকা। এক্সচেঞ্জ অফার হিসেবে ১০ হাজার টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।
ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি- এই ফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা ফিচার। এর পাশাপাশি শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে বড় আকার, আয়তনের ডিসপ্লে। আর রয়েছে long lasting একটি ব্যাটারি। অ্যামাজনে বর্তমানে এই ফোনের দাম ৫৫,৪৯৯ টাকা। এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফারে ১০ হাজার টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।
আরও পড়ুন- শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !