কলকাতা: এগরাকাণ্ডের ১১ দিন পর খাদিকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে গিয়েই বিস্ফোরণকাণ্ডের জন্য ক্ষমা চাইলেন তিনি (Egra News)। প্রকাশ্যে বলেন, 'মাথানত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি।' শনিবার সকালে খাদিকুলের সভায় সর্বসমক্ষেই ক্ষমাপ্রার্থনা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। যদিও এদিন তোপ দাগতে ছাড়েননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির তীব্র আক্রমণের মুখে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


'বোমা সাপ্লাইয়ের হাব হয়ে গেছে পশ্চিমবঙ্গ'


এদিন দিলীপ ঘোষ বলেন, 'ওনার লোকেরা বোমা ফাটিয়ে মানুষ মারবে। আর উনি প্যাকেজ দেবেন। এই প্যাকেজ দিয়ে কতদিন চালাবেন ? বোমা কারখানা বন্ধ করছেন না কেন ? বোমা সাপ্লাইয়ের হাব হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আমি আফগানিস্তান বললে ববি হাকিমের কষ্ট হয়। এ রাজ্য আফগানিস্তান সিরিয়া সব হয়ে গেছে। লোকে কেন আপনাদের আক্রমণ করছে ? কেন চোর বলছে? ওরা অত্যাচারে জর্জরিত হয়ে গেছে।' 


ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার দায় বিজেপির দিকে ঠেলেছে তৃণমূল


অপরদিকে, রাজ্যের একের পর এক বিস্ফোরণকাণ্ডে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই গতকাল অভিষেকের কনভয়ে হামলার ইস্যুতে তোলপাড় ঘাসফুল শিবির। দেবাংশু থেকে তৃণমূলের শীর্ষনের্তৃত্ব ইতিমধ্যেই তীব্র নিশানা করেছেন। ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার দায় ইতিমধ্যেই বিজেপির দিকে ঠেলেছে তৃণমূল। এদিকে আজ সেই শালবনিতেই মমতার সভা। আজ জনজোয়ারে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


'মুখ্যমন্ত্রী ওখানে এক পয়সার কাজ করেননি'


আর এই ইস্যুতেই দিলীপ ঘোষ এদিন বলেন, 'মুখ্যমন্ত্রী ওখানে এক পয়সার কাজ করেননি। আর কালীঘাটে বসে বলে দেন জঙ্গলমহল হাসছে। ওনারও যোগ্য জবাব পাওয়ার দিন এসে গেছে। অভিষেক বলছেন, ওরা নাকি কুড়মি ভোট পায় না। তাহলে পুরুলিয়া বাঁকুড়াতে কুড়মি এলাকায় ওরা ভোটে জিতল কীভাবে ? ভোটও নেবেন। স্বীকারও করবেন না। অপমানও করবেন। এসব করার অধিকার কে দিয়েছে ?'



আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


'উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে'


প্রসঙ্গত, গতকাল শালবনিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এদিন সন্ধ্যায়। অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় ইটবৃষ্টি। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর চালানো হয় অভিযোগ। গতকাল এনিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন মজা লাগছিল না নাকি কুড়মিদের ক্ষেপাতে।আরে আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে।'