Koo: বন্ধ হল ভারতের ট্যুইটার প্রতিদ্বন্দ্বী 'কু' অ্যাপ, বিদায় জানাল ছোট্ট হলুদ পাখি

India’s Twitter Rival Koo: অংশীদারিত্বে অসফল হওয়া এবং প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচকেই 'কু' অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন এই দুই প্রতিষ্ঠাতা।

Continues below advertisement

Koo: এক্স (X) মাধ্যম যার আগে নাম ছিল ট্যুইটার (Twitter) তার প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবে ভারত লঞ্চ করেছিল 'কু' (Koo App)। সেই সোশ্যাল মিডিয়া মাধ্যম বন্ধ হয়ে গেল। সম্প্রতি তেমনটাই জানা গিয়েছে। ট্যুইটারের প্রতীক ছিল নীল রঙের একটি পাখি। তার সঙ্গে পাল্লা দিতেই 'কু' মাধ্যমের প্রতীক হয়েছিল হলুদ রঙের ছোট্ট একটি পাখি। 'কু' অ্যাপের প্রতিষ্ঠাতা (Koo- India's Twitter Rival App) ছিলেন অপরামেয় রাধাকৃষ্ণ এবং মৈয়াঙ্ক বিদ্বতকা। এই দুই প্রতিষ্ঠাতাই জানিয়েছেন, ট্যুইটার মাধ্যমের ভারতীয় প্রতিদ্বন্দ্বী 'কু' অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। অংশীদারিত্বে অসফল হওয়া এবং প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচকেই 'কু' অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন এই দুই প্রতিষ্ঠাতা। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে 'কু' অ্যাপ কর্তৃপক্ষ তাদের কর্মীদের একটা বড় অংশ ছাঁটাই করেছিল। সেই সময় অবশ্য এই অ্যাপ যে একেবারে বন্ধই হয়ে যাবে তেমনটা ভাবেননি কেউই। তবে এবার Linkedin প্রোফাইলে 'কু' অ্যাপের দুই প্রতিষ্ঠাতা জানিয়ে দিয়েছেন যে 'ছোট্ট হলুদ পাখি অবশেষে বিদায় জানাচ্ছে'। 

Continues below advertisement

ভারতে লঞ্চের পর অবশ্য শুরুতে 'কু' অ্যাপের উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক তারকা এই অ্যাপে নিজেদের অ্যাকাউন্ট খুলেছিলেন। 'কু' অ্যাপ জনপ্রিয়তা পাওয়ার পর প্রতিদিনের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ছিল ২.১ মিলিয়নের আশপাশে। এখানেই শেষ নয়। সেই সময় 'কু' অ্যাপের প্রতি মাসে ইউজারের সংখ্যা ছিল ১০ মিলিয়নের কাছাকাছি। ৯০০০- এর বেশি ভিআইপি এই অ্যাপে নিজেদের অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত, ক্রিকেটার বিরাট কোহলি, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরও অনেকেই। 'কু' অ্যাপ যে আচমকা এভাবে বন্ধ হয়ে যাবে তা ভাবেননি কেউই। 

'কু' অ্যাপের প্রতিষ্ঠাতারা নিজেদের সংস্থার কিছু সম্পত্তি বিক্রি করার কথাও বলেছেন। সোশ্যাল মিডিয়া নিয়ে ভারতের উন্নতি সম্পর্কে ভাবছে এরকম কোনও সংস্থাকে নিজেদের কোম্পানির সম্পত্তি বিক্রি করতে চান 'কু' অ্যাপের নির্মাতারা। লঞ্চের পর থেকে 'কু' অ্যাপ নিয়ে বেশ হইচই শুরু হয়েছিল। বিশেষ করে এলন মাস্ক ট্যুইটার/এক্স মাধ্যমের দায়িত্ব নেওয়ার পর যখন ওই মাইক্রোব্লগিং মাধ্যম নিয়ে সমালোচনা শুরু হয়েছিল সেই ফাঁকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল 'কু' অ্যাপ। কিন্তু শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল ট্যুইটার বা এক্স মাধ্যমের ভারতীয় প্রতিদ্বন্দ্বী অ্যাপ। তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী 'কু' অ্যাপের নির্মাতারা। আগামী দিনে দেশের জন্য নতুন কিছু নির্মাণের প্রচেষ্টায় রয়েছেন তাঁরা, যা সফল হবে বলেও আশাবাদী তাঁরা। 

আরও পড়ুন- জিও- র রিচার্জে প্রতিমাসে কত বাড়ল আপনার খরচ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola