Amazon Prime Lite: ভারতে লঞ্চ হয়েছে অ্যামাজন প্রাইম লাইট (Amazon Prime Lite)। সাধারণ অ্যামাজন প্রাইমের (Amazon Prime) তুলনায় এবার বেশ কিছুটা কম খরচেই পরিষেবা পাবেন ইউজাররা। তবে খরচ কমে যাওয়ার পাশাপাশি পরিষেবার ক্ষেত্রেও কিছু কাটছাঁট হবে। ভারতের জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন চলতি বছরের শুরুর দিকেই এই সাবস্ক্রিপশন প্ল্যান কিছু ইউজারদের জন্য চালু করেছিল। এবার সমস্ত ইউজারদের জন্য এই সাবস্ক্রিপশন চালু করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন নিলে ইউজাররা দু'দিনের মধ্যে জিনিস ডেলিভারি পাবেন এবং কোনও অতিরিক্ত খরচ লাগবে না। এর পাশাপাশি প্রাইম ভিডিও কনটেন্টেও থাকবে অ্যাকসেস। কিন্তু এমনিতে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনে যত সুবিধা পাওয়া যায় ততটা সুবিধা থাকবে না। অন্যদিকে জানা গিয়েছে, অ্যামাজন প্রাইম লাইট প্ল্যানের মধ্যে অ্যামাজন মিউজিক, অ্যামাজন গেমিং, প্রাইম রিডিং- এইসব পরিষেবা উপলব্ধ হবে না। আর প্রাইম ভিডিও কনটেন্টের অ্যাকসেস থাকলেও সেখানে কিছু সীমাবদ্ধতা থাকবে।
ভারতে অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনের খরচ
এক বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন নিতে হলে লাগবে ৯৯৯ টাকা। এমনিতে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের বার্ষিক খরচ ১৪৯৯ টাকা। অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন নিলেও ইউজাররা প্রাইম সেলে আর্লি অ্যাকসেস পাবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ভার্সানেই এই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন নেওয়া থাকলেও আপনি প্রাইম লাইট প্ল্যানে সুইচ করতে পারবেন।
অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনের সুবিধা
- অ্যামাজন প্রাইমে একদিনে ডেলিভারি পাওয়া যায়। প্রাইম লাইটে দু'দিনে ডেলিভারি পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ অর্ডার থাকলে অতিরিক্ত ১৭৫ টাকা দিলে অ্যামাজনের মর্নিং ডেলিভারি অপশনের সুবিধা পাবেন গ্রাহকরা।
- ভিডিও স্ট্রিমিং অপশনের ক্ষেত্রে প্রাইম লাইট প্ল্যানে অ্যামাজন ইউজাররা দুটো ডিভাইসে দেখার সুবিধা পাওয়া যাবে। এইচডি রেজোলিউশনে কনটেন্ট দেখা যাবে।আলট্রা এইচডি এইচডিআর রেজোলিউশন পাওয়া যাবে।
Meta Verified: ভারতে সাবস্ক্রিপশন চালু করল মেটা (Meta)। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার অধীনে রয়েছে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতে সম্প্রতি মেটা মোবাইল অ্যাপের জন্য ভেরিফায়েড সার্ভিস চালু করেছে। একমাসের সাবস্ক্রিপশনের খরচ ৬৯৯ টাকা। শোনা যাচ্ছে, আগামী মাসে ওয়েব মাধ্যমেও সাবস্ক্রিপশন চালু করতে চলেছে মেটা। সেক্ষেত্রে একমাসের সাবস্ক্রিপশনের খরচ হতে পারে ৫৯৯ টাকা। অর্থাৎ মোবাইল অ্যাপের থেকে ১০০ টাকা কম।
আরও পড়ুন- উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?