Amazon Prime Subscription: অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের খরচ বাড়ল ভারতে। নতুন নিয়মে মাসিক অর্থাৎ এক মাসের সাবস্ক্রিপশনের প্ল্যান শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে। আগে এই প্ল্যান ছিল ১৭৯ টাকার (২০২১ সালের ডিসেম্বরে এই দাম ঘোষণা হয়েছিল)। একনজরে দেখে নেওয়া যাক ভারতে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিতে চাইলে গ্রাহকদের কত টাকা দিতে হবে।


খরচ বাড়ল অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের



  • নতুন নিয়মে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের এক মাসের খরচ ২৯৯ টাকা। আগের তুলনায় বেড়েছে ১২০ টাকা।

  • তিনমাসের প্ল্যানের খরচ ৫৯৯ টাকা। আগে এই সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৪৫৯ টাকা। অর্থাৎ বেড়েছে ১৪০ টাকা।

  • এক বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের খরচ ১৪৯৯ টাকা। 

  • অ্যামাজন অ্যানুয়াল প্রাইম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৯৯৯ টাকা। 


অ্যামাজন প্রাইম মেম্বারশিপের সুবিধা


যেসব গ্রাহকের অ্যামাজন প্রাইম মেম্বারশিপ রয়েছে তাঁরা একসঙ্গে অনেক সুবিধা পান। প্রাইম শিপিং অর্থাৎ দ্রুত ডেলিভারির সুবিধা পান গ্রাহকরা। যাঁদের এই সাবস্ক্রিপশন নেই, তাঁদের তুলনায় দ্রুত গতিতে ডেলিভারি পান অ্যামাজন প্রাইমের মেম্বার বা সদস্যরা। এর পাশাপাশি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ থাকলে প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক, প্রাইম ডিল, প্রাইম রিডিং, প্রাইম গেমিং এবং অ্যামাজন ফ্যামিলি- এইসবের অ্যাকসেস পাবেন গ্রাহকরা। 


Vivo Smartphone: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, এই ফোন একটি অ্যাফোর্ডেবল রেঞ্জের অর্থাৎ বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। এখনও পর্যন্ত ভিভোর নতুন ফোন সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, ভিভো ওয়াই৩৬ ৪জি (Vivo Y36 4G) ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে। গতবছর ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৩৫। অনুমান তারই সাকসেসর মডেল আসতে চলেছে এবার।


New Whatsapp Feature: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ নতুন ফিচার লঞ্চ করে প্রায়শই। সম্প্রতি একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এর মাধ্যমে কিছু সংখ্যক ইউজার চ্যাট লক (Chat Lock) করার সুবিধা পাচ্ছেন। এর পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোন বা অন্যান্য ডিভাইসে ব্যবহারের ফিচারও যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার সব ইউজারদের জন্য উপলব্ধ হয়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, কিছু সংখ্যক বিটা টেস্টার বর্তমানে লক চ্যাট ফিচার ব্যবহার করতে পারছেন। নতুন এই ফিচারের সাহায্যে দারুণ সুবিধা পাবেন ইউজাররা। এখন আর কয়েকটি চ্যাট লুকিয়ে রাখার জন্য তাঁদের পুরো হোয়াটসঅ্যাপ লক করতে হবে না। বরং নির্দিষ্ট চ্যাট লক করে রাখার ফিচারই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। জানা গিয়েছে, কোনও চ্যাট লক থাকলে সেখানে আসা ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আপনাআপনি ডাউনলোডও হবে না। এভাবেই ইউজারের সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা হবে। 


আরও পড়ুন- ভারতে এল এমজি কমেট ইভি, টাটা টিয়াগোর সঙ্গে হবে টক্কর