New Whatsapp Feature: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ নতুন ফিচার লঞ্চ করে প্রায়শই। সম্প্রতি একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এর মাধ্যমে কিছু সংখ্যক ইউজার চ্যাট লক (Chat Lock) করার সুবিধা পাচ্ছেন। এর পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোন বা অন্যান্য ডিভাইসে ব্যবহারের ফিচারও যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার সব ইউজারদের জন্য উপলব্ধ হয়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, কিছু সংখ্যক বিটা টেস্টার বর্তমানে লক চ্যাট ফিচার ব্যবহার করতে পারছেন। নতুন এই ফিচারের সাহায্যে দারুণ সুবিধা পাবেন ইউজাররা। এখন আর কয়েকটি চ্যাট লুকিয়ে রাখার জন্য তাঁদের পুরো হোয়াটসঅ্যাপ লক করতে হবে না। বরং নির্দিষ্ট চ্যাট লক করে রাখার ফিচারই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। জানা গিয়েছে, কোনও চ্যাট লক থাকলে সেখানে আসা ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আপনাআপনি ডাউনলোডও হবে না। এভাবেই ইউজারের সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা হবে।
কীভাবে ব্যবহার করবেন চ্যাট লক ফিচার
স্টেপ ১- হোয়াটসঅ্যাপ কনট্যাক্টের প্রোফাইল সেকশনে যেতে হবে।
স্টেপ ২- স্ক্রল করে নীচে গিয়ে চ্যাট লক ফিচারে ট্যাপ করতে হবে।
স্টেপ ৩- এবার 'লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট' অপশন এনাবেল করতে হবে
এই তিনটি ধাপেই আপনি নির্দিষ্ট চ্যাট লক করতে পারবেন।
কেন ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার, কারা পাচ্ছেন সুবিধা
অনেকসময়েই আমাদের ফোন অন্য কারও হাতে থাকে। হয়তো কোনও কাজেই দ্বিতীয় ব্যক্তিকে ফোন দিয়েছেন আপনি। সেই সময়ে কেউ যেন আপনার ব্যক্তিগত বিষয়ে উঁকি দিতে না পারে সেই জন্যই এই সুরক্ষার বন্দোবস্ত। বর্তমানে অবশ্য নির্দিষ্ট সংখ্যক ইউজার এই ফিচারের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে সকলের জন্য এই ফিচার চালু হবে।
হোয়াটসঅ্যাপে হাজির আরও একটি নতুন ফিচার
নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ (WhatsApp Update)। এবার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে চারটে ফোন থেকে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ক্ষেত্রেই এই ফিচার ব্যবহারের সুবিধা থাকছে। সম্প্রতি মার্ক জুকারবার্গ ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, কোনও ফোনে আগে থেকেই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট লগ ইন থাকলে অন্য ফোনেও করা যাবে। যেখানে চ্যাট শেষ হয়েছিল, সেখান থেকেই আবার চ্যাট শুরু করা যাবে বাকি ফোনগুলিতে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে, একই বিজনেস অ্যাকাউন্ট নিজের ফোন থেকে ক্রেতাকে রিপ্লাই করতে পারবেন কোনও কর্মচারী।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ভিভো এক্স৯০ ও ভিভো এক্স৯০ প্রো, কী কী ফিচার রয়েছে এই দুই ফোনে?