ক্যালিফোর্নিয়া: ক্যামেরা থেকে ফটোএডিটিং! অ্যাপল (Apple) মানে সব দিকেই নতুন উদ্ভাবন। তবে ব্যবহারকারীর নিরাপত্তা (security) ও গোপনীয়তা (privacy) যে তাদের পরিষেবার অগ্রাধিকারের বিষয়, সেটা বার বার বুঝিয়ে দিয়েছে এই প্রযুক্তি সংস্থা। এবারও সেই দিকে নজর রাখছে তারা।
এই মুহূর্তে আইওএস সিক্সটিনের (iOS 16) অপেক্ষায় অধীর আগ্রহে অ্যাপলভক্তরা। আইফোনের দুনিয়ায় আইওএস সিক্সটিন বড়সড় বদল আনবে বা বলা ভালো দুরন্ত কিছু আপগ্রেডেশন করবে, আশায় তাঁরা। সব পরিকল্পনামাফিক চললে আগামী সেপ্টেম্বরেই অ্যাপল অনুরাগীদের নাগালে চলে আসার কথা আইওএস সিক্সটিনের। এবং সংস্থা সূত্রে খবর, এই নতুন আপগ্রেডেশনে 'লকডাউন মোড' নামে একটি বিশেষ সেফটি ফিচার থাকতে চলেছে।
এটি ঠিক কী?
ছোট করে আইফোন ব্যবহাকারীর তথ্য় (data) যাতে আরও নিরাপদ থাকে তারই ব্যবস্থা করবে এটি। ব্যবহারকারীর কল হিস্টরি এবং চ্যাটে ঢুকে তাঁদের গুরুত্বপূর্ণ ডেটা (data)হাতিয়ে নিতে পারে এমন বিপজ্জনক স্পাইওয়্যারের নাগাল থেকে বাঁচাতেই লকডাউন মোড-এর ব্যবস্থা। যেমন ধরা যাক, কোনও দেশের সরকার যদি বেসরকারি সংস্থার তৈরি স্পাইওয়ার ব্যবহার করে নির্দিষ্ট কাউকে টার্গেট করে, তা হলে সেখান থেকে নিরাপত্তা দেবে এই বিশেষ ফিচার।
কী ভাবে কাজ?
হাতেগোনা কয়েকজন যাঁরা হয়তো কর্মসূত্রে এমন কিছুর সঙ্গে জড়িয়ে যার জেরে ডিজিটাল থ্রেটের মুখোমুখি হতে পারেন, তাঁদের তথ্যের নিরাপত্তার কথা ভেবেই এই লকডাউন মোড। এতে ফোনের সুরক্ষা আরও জোরদার হবে। তবে ফোনের কিছু কাজকর্ম নিয়ন্ত্রিত থাকবে। যেমন, ছবি ছাড়া মেসেজের সঙ্গে অন্য কোনও অ্যাটাচমেন্ট এলে তা ব্লক করা হবে। লিঙ্ক প্রিভিউ-র ক্ষেত্রেও এক পদক্ষেপ করা হবে। ফেসটাইম কল-সহ অন্য দিক থেকে আসা সব রকম সার্ভিস রিকোয়েস্ট ব্লক করা থাকবে। একমাত্র ব্যবহারকারী নিজে কাউকে সার্ভিস রিকোয়েস্ট পাঠালে তবে তা ব্লক হবে না। থাকছে আরও কিছু কড়া নিয়ন্ত্রণ।
লক্ষ্য একটাই। বিপজ্জনক স্পাইওয়্যারের হাতে পড়ে ব্যবহারকারীর তথ্য যেন ফাঁস না হয়ে যায়। ভবিষ্যতে এই লকডাউন মোড-র নিরাপত্তা বিধি আরও কড়া করতে চায় অ্যাপল।
আরও পড়ুন:কত ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে বলিউডে অভিনয় করতে এসেছিলেন রাজকুমার রাও?