মুম্বই: বলিউডে ছিল না কোনও গডফাদার। ছিল না ফিল্মি ব্যাকগ্রাউন্ড। পরিবারের কেউ কষ্মিনকালেও বলিউডের সঙ্গে জড়িয়ে ছিলেন না। এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে বলিউডে অভিনয় কেরিয়ার তৈরি করতে আসেন রাজকুমার রাও (Rajkummar Rao)। আজ তিনি বি টাউনের শুধু সফল অভিনেতাই নন, অন্যতম প্রশংসিত অভিনেতা। হিরো শব্দের মানে বদলে দিয়েছেন শুধুমাত্র অভিনয় দক্ষতা দিয়ে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। অনুরাগীরাও তাঁর নতুন ছবি দেখার অপেক্ষায় থাকেন। ফিল্মি পরিবারের বাইরে থেকে এসে যাঁরা বলিউডে (Bollywood) কেরিয়ার তৈরির স্বপ্ন দেখেন, তাঁদের জন্য আদর্শ হতে পারেন রাজকুমার রাও। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'হিট- দ্য ফার্স্ট কেস' (Hit: The First Case)। নতুন ছবি মুক্তির আগে বি টাউনে স্ট্রাগল করার দিনগুলোর দিকে ফিরে তাকালেন তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন চোখে নিয়ে মুম্বইতে যখন পা রাখেন, তখন তাঁর পরিস্থিতি জানলে প্রেরণা পাবেন বহু মানুষ।


রাজকুমার রাওয়ের স্ট্রাগলের দিন-


সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা রাজকুমার রাও বলছেন, 'বলিউডের একেবারে বাইরে থেকে আসার ফলে পরিস্থিতি একেবারেই সহজ ছিল না। বরং বেশ জটিল ছিল। আমি গুরুগ্রামের এক যৌথ পরিবারে বেড়ে উঠেছি। সেখানেই বড় হয়েছি। খুব ছোট্ট একটা অঞ্চল সেটা। যখন ছোট ছিলাম, তখন থেকেই সিনেমার প্রেমে পড়ে যাই। আর জানতান আমি কী করতে চাইছি। আমার লক্ষ্য়টাও খুব নির্দিষ্ট ছিল। থিয়েটারে অভিনয় করার সময় আমি ৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতাম। এমনটা মনে হত, যেন প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছি।'


আরও পড়ুন - Dilip Kumar's Death Anniversary: দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীতে মর্মস্পর্শী বার্তা সায়রা বানুর


রাজকুমার রাও আরও বলেন, 'FTII-তে আমি খুব কঠোর পরিশ্রম করেছি। যতটা সম্ভব বেশি করে শিখতাম। এরপর মুম্বই পাড়ি দিই। কিন্তু সেই পরিস্থিতিটা খুবই কঠিন ছিল। আমার কোনও থাকার জায়গা ছিল না। সারাদিনে এক প্যাকেট পার্লে জি বিস্কুট আর ব্যাঙ্কে ১৮ টাকা। ব্যস, এই ছিল আমার সম্বল। ফিল্ম স্কুলে এক বন্ধু সাহায্য করেছিল সেই সময়। কিন্তু আমার কাছে কোনও প্ল্যান বি ছিল না। কারণ, আমি সবসময়ই শুধু অভিনেতা হতে চেয়েছিলাম।'


প্রসঙ্গত, রাজকুমার রাওকে খুব শীঘ্রই দেখা যাবে 'হিট- দ্য ফার্স্ট কেস' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সনয়া মলহোত্র। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে এই ছবি।