Education: শিক্ষা সাধারণ মানুষের জীবনে সাম্যের বার্তা নিয়ে আসে, একথা বরাবরই বিশ্বাস করে অ্যাপেল (Apple) সংস্থা। আর সেই জন্যই এই টেক জায়ান্ট (Tech Giant) ভারতে শিক্ষা এবং প্রশিক্ষণ সংক্রান্ত উদ্যোগ আরও বাড়াতে চলেছে। এইসব উদ্যোগের মাধ্যমে এখনও সমাজের বিভিন্ন স্তরে থাকা বঞ্চিত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করবে অ্যাপেল কর্তৃপক্ষ। মুম্বইতে অ্যাপেলের প্রথম 'ইন্ডিয়া স্টোর' উদ্বোধন হয়েছে সম্প্রতি। সেই সুবাদে অ্যাপেলের সিইও টিম কুক (Tim Cook) এসেছেন দেশে। ভারতে এসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উল্লিখিত কথাগুলি বলেছেন টিম কুক। 


প্রায় সাতবছর পর ভারতে এসেছেন টিম কুক। অ্যাপেলের প্রথম নিজস্ব ব্র্যান্ড রিটেল স্টোর খোলা হয়েছে মুম্বইতে। সেই সূত্রেই মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকায় সীতারাম মিল কমপাউন্ট মিউনিসিপাল স্কুলে গিয়েছিলেন অ্যাপেল সংস্থা সিইও। এই স্কুলের ক্লাসরুমে রয়েছে অ্যাপেলের আইপ্যাড এবং অ্যাপেল টিভি। বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের এই ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনা করেন যে শিক্ষক-শিক্ষিকা এবং কর্মীরা, তাঁরা সকলেই আকাঙ্খা ফাউন্ডেশনের অংশ। এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই স্কুলে বর্তমানে ৪৭০ জব পড়ুয়ার পাশাআপাশি ৫৫ জন অ্যালুমনি রয়েছেন। প্রতি ক্লাসে রয়েছে প্রায় ৪০ জন পড়ুয়া। আইএএনএস সংবাদমাধ্যমকে টিম কুক জানিয়েছেন, অ্যাপেল সংস্থা প্রতিষ্ঠা হওয়ার সময় থেকেই শিক্ষার প্রতি নজর ছিল তাদের। তাই এই ধরনের স্কুলের অনুষ্ঠান সবসময়েই তাঁকে আনন্দ দেয় কারণ দেখা যায় পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট। 


প্রসঙ্গত উল্লেখ্য, আকাঙ্খা ফাউন্ডেশন বর্তমানে ২৬টি জুনিয়র কিন্ডারগার্ডেন থেকে ক্লাস ১০ পর্যন্ত স্কুল পরিচালনা করে, যেগুলি রয়েছে মুম্বইয়ের অর্থনৈতিক ভাবে দুর্বল এলাকায়। লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় পড়ুয়াদের। এর ফলে সমাজের সমস্ত স্তরের পড়ুয়ারাই সুযোগ পান এই স্কুলে ভর্তি হওয়ার। সাম্যের বার্তা দেওয়ার চেষ্টায় ব্রতী হয়েছে আকাঙ্খা ফাউন্ডেশনের এই স্কুলগুলি। তাদের মূল লক্ষ্য থাকে পড়ুয়াদের সামাজিক, মানবিক ও নৈতিক শিক্কায় উদ্বুদ্ধ করা। ২০১৫ সাল থেকে এই স্কুলের জন্য কাজ করছে অ্যাপেল। আর্থিক সাহায্যের পাশাপাশি ক্লাসরুমে আইপ্যাড এবং অ্যাপেল টিভির বন্দোবস্তও করেছে সংস্থা। এমনকি একাধিক শিক্ষক Apple Professional Learning Specialist খেতাবও পেয়েছেন। 


টিম কুক আরও বলেছেন, এই শিক্ষাচক্র পড়ুয়াদের আকৃষ্ট করছে এবং বিভিন্ন বিষয়ে যুক্ত হতে পেরে খুশি পড়ুয়ারাও। এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান সবসময়েই তাঁকে আনন্দ দেয়। ভারতে এই ধরনের প্রোগ্রাম আরও বাড়াতে চান অ্যাপেলের সিইও টিম কুক। তার মাধ্যমে আরও অনেক শিক্ষার্থী অ্যাপেলের প্রযুক্তির সুবিধা পাবেন। মুম্বইয়ের এই স্কুলের মতো অন্যান্য আরও অনেক স্কুলে গিয়ে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের প্রসার করতে চান টিম কুক।