Apple Retail Store: অ্যাপেল সংস্থা ভারতে তাদের দু'টি রিটেল স্টোর ইতিমধ্যেই উদ্বোধন করেছে। মুম্বই এবং দিল্লি- এই দুই মেট্রোপলিটন শহরে অ্যাপেল স্টোর খোলা হয়েছে। মুম্বইয়ের অ্যাপেল স্টোরের নাম অ্যাপেল বিকেসি (Apple BKC)। দিল্লির স্টোরের নাম অ্যাপেল সাকেত (Apple Saket)। ঝাঁ-চকচকে এই দুই রিটেল স্টোরে ্রায় ১৭০ জন কর্মীকে নিয়োগ করা হবে। ১৫টি ভাষায় দক্ষ হতে হবে এই কর্মীদের। অর্থাৎ সাবলীল ভাবে ১৫টি ভাষা বলতে জানতে হবে। এর পাশাপাশি অ্যাপেল রিটেল স্টোরে চাকরি করার জন্য উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বলে জানা গিয়েছে। এমবিএ, বি টেক (ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং), কমিউটার সায়েন্স, বিসিএ এইসব ডিগ্রি থাকলে অ্যাপেল স্টোরে পাওয়া যাবে চাকরি। শোনা গিয়েছে, অ্যাপেলের রিটেক স্টোরে থাকা প্রতিনিধিদের বেতন মাসে এক লক্ষ টাকা হতে পারে। সবার অবশ্য এত বেতন হবে না। তবে অনেকের ক্ষেত্রেই এই বেতন পাওয়ার সম্ভাবনা থাকছে। দেশের অর্থাৎ ভারতের অন্যান্য ইলেকট্রনিক স্টোরে এক্সিকিউটিভরা যে ক্ষতিপূরণ পান তার তিন থেকে চারগুণ বেতন পাওয়া যাবে অ্যাপেল রিটেল স্টোরে চাকরি করলে। 


অ্যাপেলের মুম্বইয়ের রিটেল স্টোর


রাজস্থান থেকে এসেছে পাথর। দিল্লিতে একত্রিত করা হয়েছে কাঠের ছাদ যেখানে রয়েছে হস্তশিল্পের কারুকার্য। ম্যাজেনাইন ফ্লোরে রয়েছে ১৪ মিটার লম্বা স্টেনলেস স্টিলের সিঁড়ি। অ্যাপেল ইন্ডিয়ার প্রথম ফ্ল্যাগশিপ স্টোর যা মুম্বইতে খোলা হয়েছে, Apple BKC লঞ্চের দিন থেকেই আলোচনায় রয়েছে। ২০ হাজার বর্গ ফুট এলাকায় ছড়িয়ে রয়েছে এই অ্যাপেল স্টোর। এই স্টোরের সামনে রয়েছে ৮ মিটার লম্বা গ্লাস ফেস বা স্বচ্ছ কাচ যেখান দিয়ে প্রাকৃতিক আলো পৌঁছে যাবে ভিতরের অংশে। অ্যাপেলের মুম্বই স্টোরে ১০০-র বেশি কর্মী রয়েছেন যাঁরা ২০-র বেশি ভাষা বলতে দক্ষ। 


দিল্লিতে অ্যাপেলের রিটেল স্টোর


ভারতে দ্বিতীয় অ্যাপেল রিটেল স্টোর খোলা হয়েছে দিল্লির সাকেতে। এই রিটেল স্টোরের নাম অ্যাপেল সাকেত। গত ২০ এপ্রিল এই স্টোরের উদ্বোধন হয়েছে। মুম্বই এবং দিল্লি- দুই স্টোরেই উপস্থিত ছিলেন অ্যাপেল সিইও টিম কুক। ভারতে অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চের ১৫ বছর পর খোলা হল স্টোর। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, Apple Saket স্টোরে ৭০ জন রিটেল কর্মী রয়েছেন যাঁরা এসেছেন ভারতের ১৮টি শহর থেকে। এই কর্মীরা সকলে একসঙ্গে প্রায় ১৫টি ভাষা বলতে পারেন।


অ্যাপেল স্টোরের সুযোগ সুবিধা


এতদিন অর্থাৎ অ্যাপেলের নিজস্ব ব্র্যান্ড স্টোর উদ্বোধনের আগে ভারতে ক্রেতাদের অ্যাপেল ডিভাইসের সার্ভিস হত অথরাইজড অ্যাপেল স্টোরের মাধ্যমে। তবে এবার থেকে Apple BKC এবং Apple Saket- এই দুই স্টোরে ভারতে লঞ্চ হওয়া অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট এবং অ্যাকসেসরিজ পাবেন ইউজাররা। অন্যান্য দেশের অ্যাপেল স্টোরের নতো ভারতেও অ্যাপেল স্টোরের জিনিয়াস বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইউজাররা। এখানে অ্যাপেল এক্সপার্ট বা বিশেষজ্ঞদের থেকে কোনও অ্যাপেল ডিভাইস খারাপ হলে সাহায্য নেওয়া যাবে। পাওয়া যাবে সাবস্ক্রিপশন এবং ডিজিটাল সার্ভিসের সুবিধা।


আরও পড়ুন- ভারতের আইটি কোম্পানিগুলিতে বড় ধাক্কা, চলতি অর্থবর্ষে আগের তুলনায় নিয়োগ কমেছে প্রায় ৭৮ শতাংশ