Apple WWDC 2022: অ্যাপলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স (WWDC) ইভেন্টে দারুণ খবর। এবার আইফোনের জন্য আইওএস 16 পাবেন ব্যবহারকারীরা। যাতে দেওয়া হয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার। জেনে নিন কী সুবিধা নতুন সফটওয়্যারে।
Apple WWDC 2022: এই সুবিধা পাবেন আইওএস ১৬-এ
আইওএস 16 অনুযায়ী, আইফোনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার লক স্ক্রিনে। এর মাধ্যমে গ্রাহকরা আইফোনের হোম স্ক্রিনে ওয়ালপেপার পরিবর্তন করার সুবিধা পাবেন। এর বাইরে ব্যবহারকারীরা তাদের আইফোনে নোটিফিকেশনের ব্যবস্থা করতে পারবেন।
Apple WWDC 2022: নতুন নোটিফিকেশনের ব্যবস্থা
আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস 16 -এ 'লাইভ অ্যাক্টিভিটিস' নামে একটি নতুন আদলের নোটিফিকেশনের সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ওয়ার্কআউট ও লাইভ ইভেন্টের পাশাপাশি ক্যাব রাইড ছাড়া অন্যান্য কাজের তথ্য নোটিফিকেশনের মাধ্যমে পেতে থাকবেন। বর্তমানে আইওএস 16-এ লক স্ক্রিনের নিচে নোটিফিকেশনের জায়গা দেওয়া হয়েছে।
Apple WWDC 2022: অ্যাপল 'পে লেইটার' বা পরে টাকা দেওয়ার সুবিধা
অ্যাপল ডেভেলপারস কনফারেন্সের সময় অ্যাপল 'পে লেইটার' ও 'স্প্লিট কস্ট' সুবিধা দিচ্ছে। যার ফলে জিনিস কিনে পরে টাকা দিতে পারবেন ব্যবহারকারী। সেইক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পেমেন্ট করা যাবে। এই দেরিতে টাকা দেওয়ার জন্য কোনও অতিরিক্ত চার্জ নেবে না কোম্পানি।
Apple WWDC 2022: আই মেসেজ এডিট করা যাবে
অ্যাপল গ্রাহকদের iMessages এডিট করার সুবিধা দিয়েছে। অ্যাপলের মেসেজিং অ্যাপে তিনটি বড় বৈশিষ্ট্য নতুন করে যোগ করা হয়েছে। এই সুবিধার আওতায়, গ্রাহক iMessage এর মাধ্যমে পাঠানো যেকোনও বার্তা এডিট বা তুলে নিতে পারবে। সম্প্রতি অ্যাপলের ডেভেলপার কনফারেন্স নিয়ে শুরু হয়েছিল বেশকিছু জল্পনা। অনেকেই বলতে শুরু করেছিলেন, এই কনফারেন্সেই অ্যাপল কারের কথা বলবে টিম কুক। যদিও সেই পথে হাঁটেনি কুপারটিনো টেক জায়ান্ট।
আরও পড়ুন : Moto g GO: বাজটে ফোন আনছে মোটো, জেনে নিন দাম ও স্পেকস