নয়াদিল্লি: আর বেশি দেরি নেই। মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভারতে পাওয়া যাবে অ্যাপলের (Apple) সাম্প্রতিক উন্নত প্রযুক্তির iOS 15 সফটওয়ার। একই দিনে iPadOS 15 দেশে মুক্তি পাবে।


আগামী ২০ সেপ্টেম্বর ভারতে পাওয়া যাবে অ্যাপলের লেটেস্ট সফটওয়্যার। নতুন এই উন্নততর প্রযুক্তির মধ্যে শেয়ার প্লে, শেয়ার স্ক্রিনের সুবিধা পাবেন গ্রাহক।সেই ক্ষেত্রে ফেস টাইমের মাধ্যমেই পাওয়া যাবে এই সুবিধা। এ ছাড়াও iOS 15 সফটওয়্যারে থাকছে মিমোজি,নোটিফিকেশনস, ম্যাপস, সাফারি ও ওয়ালেটের সুবিধা।


কোন কোন মডেলে পাওয়া যাবে iOS 15, iPadOS 15 ?
আগামী ২০ সেপ্টেম্বর আইওএস ১৫ সফটওয়্যার লঞ্চ হওয়ার পর থেকে iPhone 6s, iPhone 6s Plus, iPhone SE, iPhone SE (2020), iPhone 7, iPhone 7 Plus, iPhone 8, iPhone 8 Plus, iPhone X, iPhone XR, iPhone XS, iPhone XS Max, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 
Pro Max-এ পাওয়া যাবে নতুন আপগ্রেডেড সফটওয়্যার।


কী কী নতুন ফিচার থাকছে iOS 15, iPadOS 15-এ ?
দুই সফটওয়্যারের ক্ষেত্রেই শেয়ার প্লে পাবেন গ্রাহকরা। যা ফেসটাইমের মাধ্যমে স্ক্রিন শেয়ার করতে দেবে ইউজারকে।কোনও একটা কলে থাকাকালীন একসঙ্গে ভিডিয়ো দেখার পাশাপাশি গান শুনতে পারবেন ইউজাররা।এবার থেকে বিশেষ Spatial Audio-র সুবিধা দেবে ফেস টাইম। একবারে জুম ভিডিয়ো কলের মতো গ্রুপ কলে সব গ্রাহকদের একসঙ্গে 'গ্রিড ভিউয়ে' দেখা যাবে। সেখানে কেউ কথা বললে, তার স্পিকারের বক্স হাইলাইট হবে।


iOS 15 ও iPadOS 15-এর ফোকাস মোড কী ?
নতুন সফটওয়্যারে ফোকাস মোডের সুবিধা দিয়েছে অ্যাপল(Apple)। যার মাধ্যমে কেবল প্রয়োজনীয় নোটিফিকেশনের তালিকা করে রাখতে পারবেন গ্রাহক। এই বিষয়ে কিছু প্রিসেট তৈরি করে রেখেছে অ্যাপল। যার মধ্যে ড্রাইভিং, ফিটনেস, গেমিং, মাইন্ডফুলনেস, রিডিংয়ের মতো আরও অপশন রয়েছে। চাইলে আরও ফোকাস মোড বাড়াতে পারেন ইউজাররা।সেক্ষেত্রে রয়েছে কাস্টমাইজেশনের সুযোগ। কেউ ফোকাস মোড সক্রিয় করলে অন্য ইউজাররাও তা জানতে পারবেন।