iPad Pro: অনেকদিন ধরেই চলছিল এই জল্পনা। অবশেষে দেশের মাটিতে M2 প্রসেসর সহ iPad Pro (2022) মডেল লঞ্চ করল অ্যাপল। কোম্পানির সাম্প্রতিক আইপ্যাড প্রো মডেলগুলিতে 5G কানেক্টিভিটির অপশন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে mmWave সাপোর্টের পাশাপাশি উচ্চ-গতির Wi-Fi 6E-র প্রযুক্তি পাওয়া যায় এই আইপ্যাডে। Apple এই iPad দুটি আকারে লঞ্চ করেছে।iPadOS 16 সহ আইপ্যাড প্রো পাবেন ১১ ও ১২.৯ ইঞ্চি মডেলে। জেনে নিন, আরও কী আছে এই ডিভাইসে। তবে মনে রাখবেন ভারতে অ্যাপলের সঙ্গে কড়া টক্কর দেওয়ার জন্য তৈরি স্যামসাংও। ইতিমধ্যেই বেশকিছু দুর্দান্ত ট্যাব নিয়ে এসেছে কোম্পানি। ট্যাবের যুদ্ধে পিছিয়ে নেই শাওমি। তাদেরও রয়েছে বেশকিছু অ্যাডভান্স মডেল।


ভারতে ipad pro-র মূল্য


ভারতে ১১ ইঞ্চি iPad Pro Wi-Fi মডেলের জন্য ৮১,৯০০ টাকা দিতে হবে। পাশাপাশি iPad Pro Wi-Fi + সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ৯৬,৯০০ টাকা থেকে। এ ছাড়াও এর ১২.৯ ইঞ্চি iPad Pro Wi-Fi মডেলের দাম শুরু হচ্ছে ১,১২,৯০০ টাকা থেকে। বাকি Wi-Fi + সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ১,২৭,৯০০ টাকা থেকে। এই আইপ্যাডগুলি সিলভার ও স্পেস গ্রে রঙের অপশনে লঞ্চ করা হয়েছে। এই আইপ্যাডগুলিতে ১২৮ জিবি, ২৫৬জিবি, ৫১২ জিবি, ১টিবি ও ২টিবি স্টোরেজকনফিগারেশন রয়েছে।


ভারতে ipad pro বিক্রি শুরু


অ্যাপল বলেছে আইপ্যাড প্রো (2022) মডেলগুলি ইতিমধ্যেই প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে। ২৬ অক্টোবর থেকে বেশ কয়েকটি দেশে এই মডেল বিক্রি হবে।


iPad Pro (2022): এর বৈশিষ্ট্য
অ্যাপল এই আইপ্যাডগুলিতে তার M2 চিপসেট ব্যবহার করেছে। M2 SoC চলতি বছরের শুরুতে MacBook Air এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল। iPad Pro (2022) মডেলগুলি ১৬জিবি পর্যন্ত ইউনিফাইড মেমরি সাপোর্ট করে। নতুন মিডিয়া ইঞ্জিন আইপ্যাডে প্রথমবার ProRES ভিডিও ক্যাপচার সাপোর্ট দেওয়া হয়েছে। iPad Pro (2022) মডেলগুলিতে ১১ইঞ্চি ও ১২.৯ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ১১ ইঞ্চি মডেলটি ১৬৮৮x২৩৮৮ পিক্সেল রেজোলিউশন সহ একটি লিকুইড রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে।


iPad Pro (2022): কী কী প্রযুক্তি মডেলে ?
অন্যদিকে, বড় ১২.৯-ইঞ্চি মডেলটিতে ২০৪৮x২৭৩২ পিক্সেল রেজোলিউশন সহ ১২০ হার্টজের রেট সহ একটি লিকুইড রেটিনা XDR মিনি-এলইডি ডিসপ্লে রয়েছে। এর প্রথম আইপ্যাডের মতো, iPad Pro (2022) মডেলে Thunderbolt 4 কানেক্টিভিটির উপরে একটি 6K রেজোলিউশন ডিসপ্লে ও একটি USB Type-C পোর্ট রয়েছে। অন্যান্য সংযোগ বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 6e ও Bluetooth 5.3।


সেলফি ও ভিডিও চ্যাটের জন্য নতুন iPad Pro (2022) একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। iPad Pro (2022) মডেলের বাক্সে একটি ২০ ওয়াটের USB Type-C পাওয়ার অ্যাডাপ্টারের দিয়েছে কোম্পানি।এতে একটি চার-স্পিকারের সেটআপ ও পাঁচটি মাইক্রোফোন দেওয়া হয়েছে। ১১ ইঞ্চি আইপ্যাড প্রো-এর ওজন ৪৭০ গ্রাম, যখন ১২.৯ ইঞ্চি মডেলের ওজন ৬৮৫ গ্রাম পর্যন্ত।