iPhone 14: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart India) আইফোন ১৪- র দামে (iPhone 14) রয়েছে ব্যাপক ছাড়। আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ (Apple IPhone 14, 128 GB Storage Variant) ভ্যারিয়েন্টের দাম কমেছে ফ্লিপকার্টে। বর্তমানে আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ৫৫,৯৯৯ টাকা। এই ফোন ২০২২ সালে ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অর্থাৎ ফোনের দাম কমেছে ২৩,৯০১ টাকা। আইফোন ১৫ লঞ্চ হওয়ার পর আইফোন ১৪ মডেলের বেস ভ্যারিয়েন্টের ১০ হাজার টাকা কমে হয়েছিল ৬৯,৯০০ টাকা। তার থেকেও ১৩ হাজার টাকা কমে ফ্লিপকার্ট থেকে এখন কিনতে পারবেন আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।
ফ্লিপকার্টে আইফোন ১৪- র দামে রয়েছে আরও অফার, কেনা যাবে ৫৩ হাজার টাকার কমেই
আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট থেকে কেনার সময় ক্রেতারা যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে ফোনের দাম ৫৫,৯৯৯ টাকা থেকে আরও কিছুটা কমে হবে ৫৩,১৯৯ টাকা। এছাড়াও ফ্লিপকার্টের ট্রেড-ইন প্রোগ্রামের মাধ্যমেও ছাড় পেতে পারেন ক্রেতারা। একজন ক্রেতা ৪১ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। যদি আপনি আপনার আইফোন ১৩- র ট্রেড করেন এবং ফোন একদম ভাল অবস্থায় থাকে তাহলে ২৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড়ের পরিমাণ নির্ভর করে আপনি যে ফোন ট্রেড করেছেন সেটি কী অবস্থায় রয়েছে তার উপর। এছাড়াও থাকছে আরও ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। নির্দিষ্ট ক্রেটিড এবং ডেবিট কার্ডে এই ছাড় পাওয়া সম্ভব।
আইফোন ১৪- র স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির একটি Super Retina XDR ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি সেরামিক শিল্ড প্রোটেকশন। spills and splashes- এর ক্ষেত্রে এই ফোন রেজিসট্যান্ট।
- আইফোন ১৪- তে রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ।
- মিডনাইট, পার্পল, স্টারলাইট, প্রোডাক্ট রেড এবং ব্লু- এই পাঁচ রঙে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৪।
- আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের TrueDepth ফ্রন্ট ক্যামেরা সেনসর। সিনেম্যাটিক মোডে এই ফোনে ছবি এবং ভিডিও তোলা যাবে। 4K Dolby Vision সাপোর্ট রয়েছে আইফোন ১৪- র ক্যামেরা ফিচারে। এছাড়াও রয়েছে একটি অ্যাকশন মোড।
- ৫জি সাপোর্ট যুক্ত এই আইফোনে রায় ২০ ঘণ্টার ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যায়। ফেস আইডি আনলক ফিচার রয়েছে ইউজারদের নিরাপত্তার জন্য।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' ফিচার, ইউজাররা কী কী সুবিধা পেতে চলেছেন? দেখে নিন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।