Apple Event: সেপ্টেম্বরেই সম্ভবত অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেলের ইভেন্ট (Apple Event)। সেখানে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, ১৩ সেপ্টেম্বর হয়তো আইফোন ১৪ সিরিজ লঞ্চ হতে পারে। তবে এবার শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর সম্ভবত আনুষ্ঠিত হবে অ্যাপেলের ইভেন্ট। আর সেখানে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি ফোন থাকার কথা রয়েছে। আগে শোনা গিয়েছিল অ্যাপেল কর্তৃপক্ষ হয়তো আইফোনের 'মিনি' মডেল লঞ্চ করবে না আইফোন ১৪ সিরিজে। তবে এখন শোনা যাচ্ছে, হয়তো 'মিনি' মডেলও লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজে। এছাড়া এতদিন পর্যন্ত শোনা গিয়েছে, আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজে। এছাড়াও অ্যাপেলের এই ইভেন্টে আর কী কী লঞ্চ হতে পারে দেখে নেওয়া যাক।


অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ এবং ওয়াচ প্রো


আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে। নতুন ডিজাইনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেল ওয়াচের। অ্যাপেল ওয়াচ ৭- এর মতোই সেনসর থাকার সম্ভাবনা রয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে। এর পাশাপাশি একটি অ্যাপেল ওয়াচ প্রো লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে অ্যাপেলের লঞ্চ ইভেন্টে। বড় আকারের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। বর্তমানে যা সাইজ রয়েছে তার থেকে ৭ শতাংশ বড় হতে পারে এই নতুন ওয়াচ প্রো- এর ডিসপ্লে সাইজ।


এয়ারপডস প্রো ২


অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নেক্সট জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপেল এয়ারপডস ২ লঞ্চ হতে পারে অ্যাপেলের আসন্ন ইচেন্টে। ফার্স্ট জেনারেশন এয়ারপডসের সঙ্গে অনেক মিল থাকতে পারে এয়ারপডস প্রো ২- এর। তবে নতুন ডিভাইসে থাকবে আপগ্রেডেড এবং আপডেটেড চিপসেট। থাকবে উন্নত ও আধুনিক অডিও কোয়ালিটিও। তবে ২০১৯ সালে লঞ্চ হওয়া এয়ারপডসের ডিজাইন আর নতুন লঞ্চ হতে চলা এয়ারপডসের ডিজাইন একই থাকবে নাকি আলাদা হবে তা জানা যায়নি।  


10th generation iPad


অ্যাপেলের আরও একটি ডিভাইস, 10th generation iPad। আইপ্যাড এয়ার এবং আইপ্যাড প্রো- এর সঙ্গে এই নতুন আইপ্যাডের ডিজাইনে মিল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাপেলের এ১৪ বায়োনিক চিপ থাকার সম্ভাবনাও রয়েছে এই আইপ্যাডে। তবে এই ট্যাব হয়তো অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। আলাদা একটি ইভেন্টে। 


আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি নিয়ে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ০৪