iQoo Z6 Lite 5G: আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোন লঞ্চ হতে চলেছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই তথ্য। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। বলা হচ্ছে, এই ফোন ভিভো টি১এক্স ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোন। জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি১ এক্স ফোন। শোনা যাচ্ছে, আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের সঙ্গে আইকিউওও জেড৬ প্রো এসই ফোনও লঞ্চ হতে চলেছে। যদিও আইকিউওও জেড সিরিজের এই দুই ফোন লঞ্চেরই আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও জানা যায়নি।
ভিভো টি১এক্স ফোনের রিব্র্যান্ডেড ভার্সান আইকিউওও জেড৬ লাইট ৫জি
ভিভো টি১এক্স ফোনে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তবে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনে একটি আলাদা প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোন প্রসেসর থাকতে চলেছে তা জানা যায়নি। এমনকি আইকিউওও জেড৬ প্রো এসই ফোনে কী প্রসেসর থাকতে পারে তাও জানা যায়নি এখনও। এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও বিশেষ কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন ওয়েবসাইটে আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে এই ফোনের মডেল নম্বর I2208। আর এর থেকেই অনুমান করে হচ্ছে যে, আইকিউওও জেড সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, ভিভো টি১এক্স ফোনের তুলনায় আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের দাম কিছুটা কম হবে। তবে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।
ভিভো টি১ এক্স
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ ১৫ হাজার টাকার মধ্যেই ভিভো টি১এক্স ফোন কিনতে পারবেন আপনি।
ভিভো টি১এক্স ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) স্লট, অ্যান্ড্রয়েড ১২ এবং Funtouch OS 12- র সাপোর্ট রয়েছে।
- একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে ভিভো টি১এক্স ফোনে। এছাড়াও রয়েছে চার স্তরীয় কুলিং সিস্টেম। গেম খেললেও ফোন যাতে গরম না হয় সেই জন্য রয়েছে এই ফিচার।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ভিভো টি১এক্স ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮২ গ্রাম।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হচ্ছে রিয়েলমি ৯আই ৫জি ফোনের, দাম কত?