নয়াদিল্লি: টেক দুনিয়ায় সবসময় চোখ টানে অ্যাপলের অনুষ্ঠান। গ্যাজেটপ্রেমী হোক বা না হোক, অ্যাপলের গ্যাজেটের প্রতি টান কমবেশি সকলেরই রয়েছে। প্রতিবছর শেষের দিকে নতুন গ্যাজেট, বিশেষ করে নতুন ফোন লঞ্চ করে অ্যাপল। এবারও জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, চলতি বছরেই সেপ্টেম্বর মাসে অ্যাপল লঞ্চ করতে পারে Apple iPhone 14- সিরিজ। iPhone 12-এর পর iPhone 13- সিরিজ নিয়ে প্রবল মাতামাতি হয়েছে। iPhone 12 এবং iPhone 13- সংস্থা নিয়ে এসেছিলি mini ভার্সন। ওই দুটি সিরিজের সবকটি ফোনই পছন্দের তালিকায় ছিল ব্যবহারকারীদের। আর iPhone 13 লঞ্চ হওয়ার কিছুদিন পর থেকেই বারবার গ্যাজেট প্রেমীদের আলোচনায় ছিল iPhone 14. সূত্রের খবর, আগামী আগস্ট মাসেই iPhone 14 লঞ্চ করার কথা ঘোষণা করতে পারে প্রস্তুতকারী সংস্থা অ্যাপল (Apple)।
এর সঙ্গেই AirPods Pro 2, নতুন জেনারেশনের অ্যাপল ওয়াচ (Apple Watch)- সামনে আনতে পারে অ্যাপল (Apple)।
একাধিক ভ্যারিয়েন্ট:
সূত্রের খবর, চারটি ভ্যারিয়েন্টে আসতে পারে এই সিরিজ। iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max. iPhone 12 এবং iPhone 13 -এর মিনি ভার্সন যাঁদের পছন্দ ছিল তাঁদের একটু মন খারাপ হতে পারে। কারণ এবার আর mini আনবে না অ্যাপল। যদিও কেন এমন সিদ্ধান্ত তা জানানো হয়নি প্রস্ততকারক সংস্থার তরফে।
নতুন সেন্সর:
ক্যামেরার মানের জন্য সবসময়েই আলোচিত অ্যাপল। নতুন iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max- মডেলে একদম নতুন ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে।
পকেটে কত চাপ:
সূত্রের খবর, iPhone 13 -এর মতোই দাম থাকবে iPhone 14- এর। আমেরিকার বাজারে ৭৯৯ ডলারের মতো দাম থেকে শুরু হবে ওই সিরিজ। সেই অনুযায়ী ভারতের বাজারে দাম ধার্য হবে।
আরও পড়ুন: Realme Narzo 50 5G এল বাজারে, জেনে নিন দাম ও বৈশিষ্ট্য