Realme Narzo 50 5G: মার্চে লঞ্চ হয়েছিল এই ফোনের অন্য ভ্যারিয়েন্ট। এবার দেশের বাজারে এল Realme narzo 50 5G। অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে লঞ্চ হয়েছে এই ফোন। এই নতুন ফোনে দাম রাখা হয়েছে 13,999 টাকা। এটি 24 মে থেকে Amazon-এ পাওয়া যাবে। ফোনটি কালো ও নীল দুটি রঙে লঞ্চ করা হয়েছে। জেনে নিন ফোনের বৈশিষ্ট্য।
Realme narzo 50 5G-এর 10টি সেরা বৈশিষ্ট্য
১ ফোনে পাবেন একটি সুপার স্লিম লাইট বডি (8.1 এমএম)।
২ ফোনের ডিসপ্লে FHD স্ক্রিন সহ 6.6 ইঞ্চি।
৩ ফোনে MediaTek Dimensity 810 5G প্রসেসর দেওয়া হয়েছে।
৪ এই ফোনটি 4G নেটওয়ার্কের চেয়ে 700% দ্রুত চলে
৫ ফোনে একটি 48MP আল্ট্রা এইচডি নাইটস্কেপ ক্যামেরা রয়েছে।
৬ এছাড়াও ফোনে একটি 8MP সেলফি ক্যামেরা পাবেন।
৭ এই ফোনে HD ফটোগ্রাফি মোড, স্ট্রিট ফটোগ্রাফি মোড দেওয়া হয়েছে।
৮ ফোনে একটি সুপার ফাস্ট সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর দিয়েছে কোম্পানি।
৯ সেরা অডিওর জন্য ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে ফোনে।
১০ এই ডিভাইসে পাবেন 5000mAh-এর ব্যাটারি। যা 33W ডার্ট চার্জিংয়ে সক্ষম।
১১ ডার্ট চার্জিং হল একটি দ্রুত চার্জিং বৈশিষ্ট্য।
১২ এই মডেলে 4 জিবি র্যাম রয়েছে যা 11 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
১৩ পাশাপাশি ফোনে 128 জিবি স্টোরেজ রয়েছে, যা 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
১৪ একটি রেসিং কারের ডিজাইন থেকে নেওয়া হয়েছে ফোনের নকশা। কেভলার স্পিড টেক্সচার্ড ডিজাইনদেওয়া হয়েছে ফোনে।
১৫ ফোন নীল ও কালো রঙে লঞ্চ করা হয়েছে।
১৬ ফোনের দাম 13,999 টাকা, 24 মে থেকে Amazon থেকে কেনা যাবে এই ফোন।
আরও পড়ুন : WhatsApp Group Feature: গ্রুপ ছেড়ে গেলেও জানতে পারবে না অন্যরা, হোয়াটসঅ্যাপে নয়া ফিচার