iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে খবর যে সম্ভবত চলতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেলের ইভেন্টে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। এবার আইফোন প্রেমীদের জন্য আরও একটি সুখবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যে, আইফোন ১৪ সিরিজের ট্রায়াল প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী মাসে অর্থাৎ অগস্টে শুরু হবে Mass Production। আইফোন ১৪ সিরিজে মোট চারটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই সিরিজে আইফোন ১৪ (iPhone 14), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro), আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) লঞ্চের কথা শোনা গিয়েছে এ যাবৎ। এর মধ্যে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলের স্ক্রিন সাইজ সমান হতে পারে। আই আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনের ডিসপ্লে সাইজ সমান হওয়ার সম্ভাবনা রয়েছে।
শোনা গিয়েছে, সম্ভবত ১৩ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজ লঞ্চ করবে কুপার্টিনোর টেক জায়ান্ট অ্যাপেল। এই সিরিজের যেসমস্ত ফোন থাকতে পারে তার মধ্যে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলের ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ৬.৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৪ প্লাস মডেলকে অনেকে আইফোন ১৪ ম্যাক্স-ও বলছেন। লঞ্চের পর এই ফোনের সঠিক নাম জানা যাবে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে, প্রো মডেলে আপগ্রেডেড ক্যামেরা সেনসর থাকতে পারে। ৪৮ মেগাপিক্সেলের আপগ্রেডেড সেনসর বা তার থেকে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট। আইফোন ১৩ সিরিজ লঞ্চের পর থেকেই আইফোন ১৪ সিরিজ নিয়ে হইচই শুরু হয়েছিল। এই সিরিজে 'মিনি' মডেল বাতিল করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র্যাম থাকতে পারে বলে শোনা গিয়েছে। আইফোন ১৩ সিরিজের থেকে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।