নয়াদিল্লি: প্রযুক্তির জগতে নিজের পৃথক বাজার রয়েছে Apple-এর। নতুন আইফোন বাজারে আসার অপেক্ষা, কাড়াকাড়ি পড়ে যায়। বহু প্রতীক্ষিত আইফোন ১৫ ঘিরেও শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। মঙ্গলবার 'Wonderlust' অনুষ্ঠানে নয়া আইফোন ১৫ সিরিজের উদ্বোধন হয়েছে, যা আক্ষরিক অর্থেই বিস্ময় জাগিয়ে তুলেছে গ্রাহকদের মনে। বিশেষ করে ভারত এবং অন্য দেশে ফোনের দামে যে ব্যবধান থেকে যাচ্ছে, তাতে বিস্মিত গ্রাহকরা। (Apple iPhone 15 Series)


আইফোন ১৫ সিরিজের চারটি ফোন আসছে, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। বিভিন্ন দেশে এই ফোনের দাম ভিন্ন। ভারতে আইফোন ১৫-র দাম পড়ছে ৭৯,৯০০ টাকা। সেই তুলনায় আমেরিকায় ৬৬,২০৮ টাকা দাম পড়ছে আইফোন ১৫-র। আবার ব্রিটেনে ৮২,৭৭০, দুবাইয়ে ৭৬,৬৮৭, চিনে ৬৯,১২৪, হংকংয়ে ৭৩,০৬২, ভিয়েতনামে ৭৯,০৪৭, সিঙ্গাপুরে ৭৯,০৮৯, তাইল্যান্ডে ৭৬,৪৭২, ফ্রান্সে ৮৬,৩৫৫, জাপানে ৭০,০০৭, কানাডায় ৬৯,০২৪, অস্ট্রেলিয়ায় ৭৯,৬১২ টাকা দাম পড়ছে। (iPhone 15 series Price Differences)


ভারতে আইফোন ১৫ প্লাসের দাম পড়ছে ৮৯,৯০০ টাকা। আমেরিকায় ৭৪,৪৯৫ টাকা দাম পড়ছে ওই ফোনের। ব্রিটেনে ৯৩,১২৯, দুবাইয়ে ৮৫, ৭১২, চিনে ৮০,৬৪৬, হংকংয়ে ৮১,৫৩৫, ভিয়েতনামে ৮৯,৩৫৮, সিঙ্গাপুরে ৮৮,২২২, তাইল্যান্ডে ৮৮,০৯৪, ফ্রান্সে ৯৯,৭২৩, জাপানে ৯৮,৬৭৩, কানাডায় ৭৭,৬৪৪, অস্ট্রেলিয়ায় ৮৭,৫৭৯ টাকা দাম পড়ছে আইফোন ১৫ প্লাসের।


আরও পড়ুন: iPhone 15 Series: ভারতে হাজির আইফোন ১৫ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দামই বা কত?


আইফোন ১৫ প্রো ভারতে কিনতে পাওয়া যাবে ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা দামে। আমেরিকায় দাম পড়ছে ৮২, ৭৮১ টাকা। ব্রিটেনে ১০৩,৪৮৮, দুবাইয়ে ৯৬,৯৯৩, চিনে ৯২,১৬৯, হংকংয়ে ৯১,০৬৬, ভিয়েতনামে ৯৯, ৬৬৯, সিঙ্গাপুরে ১০০,৩৯৯, তাইল্যান্ডে ৯৭,৩৯২, ফ্রান্সে ১০৯, ৫৩৬, জাপানে ১৫৯, ৮০০, কানাডায় ৮৮, ৫৮৮, অস্ট্রেলিয়ায় ৯৮,২০১ টাকা দাম পড়ছে আইফোন ১৫ প্রো ফোনটির।


আইফোন ১৫ প্রো ম্যাক্স ভারতে কিনতে পাওয়া যাবে ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকায়। আমেরিকায় এই ফোনটির দাম পড়ছে ৯৯, ৩৫৪ টাকা। ব্রিটেনে ১ লক্ষ ২৪ হাজার ২০৬, দুবাইয়ে ১ লক্ষ ১৫ হাজার ০৪৩, চিনে ১ লক্ষ ১৫ হাজার ২১৪, হংকংয়ে ১ লক্ষ ০৮ হাজার ০১০, ভিয়েতনামে ১ লক্ষ ২০ হাজার ২৯০, সিঙ্গাপুরে ১ লক্ষ ২১ হাজার ৭০৯, তাইল্যান্ডে ১ লক্ষ ১৩ হাজার ৬৬২, ফ্রান্সে ১ লক্ষ ৩১ হাজার ৮০৫, জাপানে ১ লক্ষ ৬ হাজার ৮১১, কানাডায় ১ লক্ষ ৬ হাজার ৯২৯, অস্ট্রেলিয়ায় ১ লক্ষ ১৬ হাজার ৭৯০ টাকা দাম পড়ছে।


এর মধ্যে HDFC ব্যাঙ্কের কার্ড থাকলে আইফোন ১৫ এবং আইফোন প্লাসে ৫ হাজার টাকা ছাড় মিলবে। তার পরেও যদিও ভারতের চেয়ে আমেরিকায় সস্তায় কিনতে পাওয়া যাবে দু'টি ফোনই। আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্সের দাম ভারতেই সর্বাধিক। এমনকি বিমান ভাড়া করে দুবাই বা ভিয়েতনামে গিয়ে যদি কেই আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্স কিনে আনেন, তাতেও ভারতের বাজারের থেকে দাম কম পড়বে। 


আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভারতে আইফোন ১৫ সিরিজের ফোনের বুকিং শুরু হবে। আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ভারতের বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে। ভারতে আইফোন আমদানিতে বেশি হারে শুল্কের পাশাপাশি ১৮ শতাংশ GST-ও চাপে। এছাড়াও টুকরো-টাকরা ফি দিতে হয়। তার জন্যই দাম বেশি বলে মত বিশেষজ্ঞদের।