Apple Launch Event: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। অ্যাপেল (Apple iPhone) কর্তৃপক্ষ আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), এই দু'টি মডেল লঞ্চ করেছেন। প্রথমে শোনা গিয়েছিল আইফোন ১৪ সিরিজে 'মিনি' মডেল লঞ্চ হবে না। তবে মাঝে শোনা গিয়েছিল যে আইফোন ১৪ সিরিজেও 'মিনি' মডেল লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। তবে শেষ পর্যন্ত আইফোন ১৪ সিরিজে কোনও 'মিনি' মডেল লঞ্চ করেনি অ্যাপেল কর্তৃপক্ষ। 


iPhone 14 মডেলে একটি OLED ডিসপ্লে, 1200nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। পাঁচটি রঙে পাওয়া যাবে এই ফোন। অন্যদিকে জানা গিয়েছে, iPhone 14 ও iPhone 14 Plus দুটো ফোনই Apple A15 Bionic চিপে চলবে। এতে আগের তুলনায় আরও ভাল ব্যাটারি লাইফ, একটি 'আশ্চর্যজনক নতুন' ক্যামেরা সিস্টেম এবং আরও নতুন অনেক কিছু ফিচার পাওয়া যাবে। আইফোন ১৪-তে রাখা হয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। আইফোন ১৪ প্লাসে পাবেন বড় ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। অ্যাপেল কোম্পানির দাবি, মুভি কনটেন্ট দেখার কথা মাথায় রেখেই বড় স্ক্রিনে নতুন আইফোন লঞ্চ করা হয়েছে। iPhone 14 ও iPhone 14 Plus দুটো ফোনেই থাকছে ১২ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। এছাড়াও লঞ্চ হয়েছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল। 


আইফোন ১৪ সিরিজ ছাড়া আর কী কী লঞ্চ হয়েছে


অ্যাপেল ওয়াচ সিরিজ ৮- আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজও লঞ্চ করেছে সংস্থা। এই ওয়াচ সিরিজে রয়েছে একাধিক হেলথ ফিচার। এছাড়াও থাকছে কার ক্র্যাশ ফিচার এবং অল ডে ব্যাটারি লাইফ। চারটি রঙে নতুন অ্যাপেল ওয়াচ লঞ্চ হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে উপলব্ধ হবে এই ডিভাইস। sleep tracking, ECG, blood oxygen tracking ছাড়াও temperature tracking এবং mentrual cycle ট্র্যাকার থাকছে এই ওয়াচ সিরিজে। 


এয়ারপডস প্রো ২- অ্যাপেল সংস্থা তাদের লঞ্চ ইভেন্টে নতুন এয়ারপডস প্রো ২ লঞ্চ করেছে। এতে স্প্যাশিয়াল অডিও এবং আরও ভাল নয়েজ ক্যানসেলেশনের প্রযুক্তি ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। AirPods Pro 2-এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা) । ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই এয়ারপডস । বাজারে পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে৷


ভারতে অ্যাপেলের নতুন ইভেন্টের বিভিন্ন গ্যাজেট যেমন আইফোন ১৪ সিরিজ, অ্যাপেল ওয়াচ সিরিজ ৮, অ্যাপেল ওয়াচ আলট্রা এবং এয়ারপডস ২ প্রো- এই ডিভাইসগুলি ভারতে কবে থেকে উপলব্ধ হবে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি অ্যাপেল কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- আইফোন ১৪ আসার আগেই দাম কমল ১৩-এর, পাবেন এত টাকা ছাড়