নয়াদিল্লি: বিল্ড কোয়ালিটির পাশাপাশি চমকে দেওয়ার মতো ক্যামেরা। আগামী ফ্ল্যাগশিপ ফোনে 'বাজার মাতাতে' আসছে অ্যাপল। iPhone 13-এ দেওয়া হয়েছে 'প্রো-রেজোলিউশনের' সেন্সর।


কতগুলো ক্যামেরা থাকছে ফোনে ?
আত্মপ্রকাশের আগেই অ্যাপলের ফোন নিয়ে কৌতূহলের শেষ নেই। টেক ব্লগারদের মতে, এবার বাজারে একেবারে অন্য ধরনের ক্যামেরা আনতে চলেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। যা বদলে দেবে মোবাইলের ক্যামেরার টেকনোলজি।শোনা যাচ্ছে,iPhone 13-এও থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। তবে আগের থেকে বড় সেন্সর থাকতে পারে ফোনে। এমনকী ভিডিয়ো তোলার ক্ষেত্রে প্রো-রেজোলিউশনের ফিচার এনেছে কোম্পানি। যা প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে অন্য মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলিকে। 


'প্রো-রেজ' ভিডিয়ো ফিচার
নতুন ফোনে 'পোট্রেট ভিডিয়ো মোড' ফিচার দিয়েছে কোম্পানি। যেখানে ডিএসএলআর-এর থেকেও ভালো ভিডিয়ো তোলা যাবে। এই নতুন ভিডিয়ো ফিচারকে 'প্রো-রেজ' বা প্রো রেজোলিউশন ফিচার বলা হচ্ছে। এখানেই শেষ নয়, ছবি তোলার পর একাধিক কালার ফিল্টারের সুবিধা দেওয়া হতে পারে আইফোনের আাগামী মডেলে। টেক সাইটগুলোর মতে, iPhone 12s-এ ইতিমধ্যেই ফিল্টার দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে এই ফোন।


আগের মতোই ডিসপ্লে সাইজ ?
টেক ব্লগারদের মতে, iPhone 13-এরও তিনটে ভ্যারিয়েন্ট আনতে চলেছে অ্যাপল। যেখানে আগের মতোই ডিসপ্লে সাইজ দেওয়া হবে। ৫.৪ ইঞ্চি ছাড়াও ৬.১ ও ৬.৭ ইঞ্চির ডিসপ্লে দেবে কোম্পানি। নতুন মডেলে A15 প্রসেসর দিতে চলেছে কোম্পানি। তবে এবার নচের স্পেস কমাতে চলেছে আইফোন। আগের মতো অনেকটা জায়গা জুড়ে থাকবে না ক্যামেরা নচ। ফলে ভিডিয়ো দেখতে অনেক সুবিধা হবে ইউজারদের।


কোথায় আলাদা পোট্রেট মোড ?
আইফোনের প্রযুক্তির দিকে তাকালে দেখা যাবে, ২০১৬ সালে iPhone 7 Plus-এ প্রথম পোট্রেট মোড দেয় অ্যাপল। এই মোডেই বোকে এফেক্টের নাম প্রথম জানতে পারেন অনেকেই। এই মোডে কোনও ব্যক্তির ছবি তুললে তাঁর ব্যাকগ্রাউড ঝাপসা হয়ে যায়। শুধু যার ছবি তোলা হচ্ছে, তাঁরই শার্প ইমেজ স্টোর হয় মোবাইলে। এবার সেই একই ফিচার ভিডিয়োর ক্ষেত্রে ব্যবহার করতে চলেছে অ্যাপল। যার নাম দেওয়া হয়েছে 'সিনেম্যাটিক মোড'। এছাড়াও 'প্রো-রেজ' ভিডিয়ো ফিচারের মাধ্যমে হাই ফ্রেম রেজলিউশনে তোলা যাবে ভিডিয়ো। যার ফলে অনেক সুবিধা পাবেন ভিডিয়ো এডিটররা।


শোনা যাচ্ছে- D16, D17, D63 ও D64 কোড নেমে অ্যাপলের পরবর্তী ফোনের লিস্টিং হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে এই ফোন। তবে ফোনের পাশাপাশি 'ম্যাকবুক প্রো' ও 'আইপ্যাড মিনি'র ওপরেও কাজ করছে কোম্পানি।