নয়াদিল্লি: আইফোন ১৪- (i-phone 14) এখন পুরনো হতে চলেছে। কারণ আর কয়েকদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৫। অ্যাপেলের (Apple) নেক্সট জেনারেশন আইফোন নিয়ে আগেই চড়েছে কৌতূহল। এবার শোনা গেল আরও একটি ভাল খবর। একটি রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কারখানায় তৈরি হবে আইফোন ১৫।
আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপ (Foxconn Technology Group) তামিলনাড়ুতে তাদের শ্রীপেরামবুদুরের কারখানায় তৈরি করবে নতুন এই আইফোন। রিপোর্ট অনুযায়ী, আইফোন তৈরির পরিকাঠামো আরও বিস্তৃত করার জন্য চিনের বাইরে এই পরিকাঠামো নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সংস্থার। সেই কারণেই এমন পদক্ষেপ। সাপ্লাই চেন আরও বড় করার জন্যই এমন সিদ্ধান্ত। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হওয়া এবং উল্টোদিকে আমেরিকা ও চিনের সম্পর্কে ক্রমাগত টানাপড়েন বাড়তে থাকা- ভারতে আইফোন তৈরির সিদ্ধান্তের পিছনে এই দুটি কারণ রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতে আইফোন তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করেছে অ্যাপল। চিনের উপর নির্ভরতা কমাতেই এমন ভাবনা। ফক্সকন ছাড়াও, পেগাট্রন এবং টাটার হাতে যাওয়া Wistron এর কারখানাতেও আইফোন তৈরি হবে বলে খবর।
নতুন এই আইফোনের ঘোষণা চলতি বছরের ১২ সেপ্টেম্বরে হতে পারে। সূত্রের খবর, গত তিন বছরে এটাই হবে আইফোনের সবচেয়ে বড় আপডেট।
আইফোন ১৫ সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে যেসব সম্ভাব্য তথ্য
শোনা গিয়েছে, অ্যাপেল ১৫ সিরিজের ভ্যানিলা মডেলগুলিতে থাকতে চলেছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট। আর প্রো মডেলগুলিতে এ১৭ বায়োনিক চিপ থাকার কথা রয়েছে।
আশা করা হচ্ছে, অ্যাপেল তাদের আইফোন ১৫ সিরিজের ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট রাখবে চার্জিংয়ের জন্য। এছাড়াও সমস্ত মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে। এখন শুধু আইফোন ১৪ প্রো মডেলে এই ফিচার রয়েছে।
আগের তুলনায় শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিকাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত।
এই সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন লঞ্চ হতে পারে।
আরও পড়ুন: পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প, জেনে নিন,কোন স্কিমে কী সুদ?