নয়া দিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এখন কী না হচ্ছে! লেখালিখি থেকে টিভি থেকে সঞ্চালিকার কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী-ই না করছে। এবার পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির দেহে জ্ঞান এবং হাতে-পায়ে সাড় ফিরিয়ে দিল এআই। নর্থওয়েল হেলথের ফিনস্টাইন ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চের গবেষকরা ডাবল নিউরাল বাইপাস প্রযুক্তি ব্যবহার করেছে এক প্যারালাইজড ব্যক্তির দেহে।   


এই কাজটি তাঁরা করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। কীভাবে হয়েছে এই কাজ? রোগীর মস্তিষ্কে মাইক্রোচিপ বসানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম তৈরি করা তার মস্তিষ্ক এবং মেরুদন্ডের সঙ্গে সেটিকে পুনরায় সংযোগ করা হয়েছে। 


৪৫ বছর বয়সি কিথ থমাস ২০২০ সালের জুলাই মাসে একটি ডাইভিং দুর্ঘটনার পরে বুক থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় তাঁর শরীর। একাধিক চিকিৎসা হলেও তাঁর শারীরিক উন্নতি কিছু করা যায়নি। তবে এআই-এর মাধ্যমে তার হাত, বাহু এবং কব্জিতে সংবেদনশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। 


ফেইনস্টাইন ইনস্টিটিউটে মেডিসিন বায়োইলেক্ট্রনিক ইনস্টিটিউটের অধ্যাপক চ্যাড বুটন জানান, প্রথমে ওই ব্যক্তির বাহু এবং হাতে কীভাবে সাড় ফিরবে সেই চেষ্টা করা হয়। এর জন্য মেরুদণ্ডকে সুপারচার্জ করার কথা ভাবা হয়। সংবেদনশীল প্রতিক্রিয়া যাতে দিতে পারেন এর জন্য বাইরে থেকে কীভাবে  মস্তিষ্ক এবং পেশীকে উদ্দীপিত করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়। 


এর জন্য গবেষকরা থমাসের মস্তিষ্কের ম্যাপিং করতে কয়েক মাস  সময় নেয়। নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সেই কাজটি হয়। থমাসের হাতের কোন কোন জায়গায় সংবেদন ফেরালে হাত নড়াচড়া করতে পারবেন তার জন্য চলে এমআরআই। এরপর প্রায় ১৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচার করে থমাসের মস্তিষ্কে পাঁচটি মাইক্রোচিপ বসানো হয়। 


আরও পড়ুন, নখদর্পণে খবরের খুঁটিনাটি, খবর পড়বেন আইরা, ABP Network-এর AI সঞ্চালিকা


এরপর ল্যাবরেটরিতে এসে এর সঙ্গে দুটি পোর্টের মাধ্যমে একটি কম্পিউটারের সঙ্গে সংযোগ করা হয়। কম্পিউটার AI ব্যবহার করে তার চিন্তাভাবনাকে কাজে পরিণত করে। যাকে- নিউরাল বাইপাস পদ্ধতি বলা হয়ে থাকে। অর্থাৎ থমাস যখন ভাববেন হাত সরানোর কথা তখন মস্তিষ্কের ওই ইমপ্লান্ট থেকে কম্পিউটারে বৈদ্যুতিক সঙ্কেত পাঠানো হচ্ছে। সেই বিপরীত সঙ্কেত তাঁর মেরুদণ্ড এবং হাতের পেশীগুলিকে নড়াচড়া করতে সাহায্য করছে। 


এই ট্রায়ালটিকে যুগান্তকারী ক্লিনিকাল ট্রায়াল হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে এর মাধ্যমে বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষকে প্রতিবন্ধকতা থেকে সুস্থ করে তোলা সম্ভব হতে পারে।