Artificial Intelligence: ভবিষ্যতে বিভিন্ন জিনিসের উপর শাসন-নিয়ন্ত্রণ থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, মন্তব্য ইসরোর চেয়ারম্যানের

AI: কম্পিউটার সিস্টেম আপনাকে চেনে আপনার বন্ধুদের থেকেও অনেকটা বেশি। আপনি নিজে হয়তো এতটা জানেন না, আপনার বন্ধুরাও আপনাকে এতটা চেনেন না কিংবা বোঝেন না।

Continues below advertisement

Artificial Intelligence: ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অনেক কিছুই শাসন করা শুরু করবে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (ISRO Chief S Somanath)। অসমের একটি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক আলোচনা সভায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এই মন্তব্য করেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিও এক্স মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গিয়েছে ইসরো চেয়ারম্যান বলছেন, 'আজকাল আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কথা বলছি। এআই আমাদের চারপাশে সর্বত্র রয়েছে। যেসব স্মার্টফোন প্রতি মুহুর্তে আমরা ব্যবহার করি সেগুলি আসলে ইঞ্চিতে ইঞ্চিতে আমাদেরকেই জেনেবুঝে নিচ্ছে। আমরা যে ব্যবহার করছি সেগুলোই আমাদের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। এআই- এর মাধ্যমে বোঝা যাচ্ছে আপনি কে, আপনার পছন্দ কেমন, সবই আপনার কম্পিউটার জানতে পারছে। আপনি নিজে হয়তো এতটা জানেন না, আপনার বন্ধুরাও আপনাকে এতটা চেনেন না কিংবা বোঝেন না। কিন্তু কম্পিউটার সিস্টেম আপনাকে চেনে আপনার বন্ধুদের থেকেও অনেকটা বেশি। আগামী দিনে একাধিক বিষয়ের উপর শাসন চালাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আগামী দিনে আরও উন্নত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টি, এমনটাই মত এস সোমনাথের।

Continues below advertisement

সপ্তাহ দুই আগে ইসরো চেয়ারম্যান ঘোষণা করেছিলেন যে তাঁদের সংস্থা ৫০টি সার্ভিলিয়েন্স স্যাটেলাইটের একটি গোষ্ঠী তৈরি করতে চলেছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক হবে। সেই সঙ্গে তিনি এও জানান যে এআই ভিত্তিক এইসব সার্ভিলিয়েন্স স্যাটেলাইট মহাকাশে একে অন্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে এবং জিও-ইন্টেলিজেন্স ভিত্তিক তথ্য সংগ্রহ করতে পারবে। ২০২৩ সাল থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রমরমা শুরু হয়েছে। একই সঙ্গে এআই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কাজকর্ম এআই ভিত্তিক হয়ে গেলে কর্মসংস্থান হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আসল বিষয় হল আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের একাধিক কাজকর্ম সম্পন্ন হবে বলে অনুমান করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আর তার জেরেই মানুষের কাজের সম্ভাবনা কমতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন- প্রকাশ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ, 'এআই' ছাড়াও রয়েছে অনেক চমক

Continues below advertisement
Sponsored Links by Taboola