তাইপেই : ভারতের বাজারে আসার আগেই বিশ্ব বাজারে চলে এল আসুসের জেনফোন ৮ সিরিজ। Asus ZenPhone 8 ও Asus ZenPhone 8  Flip এনে চমক দিয়েছে কোম্পানি। প্রকাশ করা হয়েছে ফোনের অফিশিয়াল স্পেসিফিকেশন ও দাম।


Asus Zen Phone8-এর দাম


দুটি ফোনের মধ্যে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ক্যাটেগরিতে রাখা হয়েছে Asus Zen Phone Flip-কে। ফোনের ৮ জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে EUR 799 (ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৭১০০০ টাকা)। অন্যদিকে Asus Zen Phone 8-এর তিনটি ভ্যারিয়েন্ট আনা হয়েছে। নতুন মডেলের ৬ জিবি ১২৮ জিবি, ৮ জিবি ১২৮ জিবি, ১৬ জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট এনেছে আসুস। EUR 599 (ভারতীয় মুদ্রায় যার দাম ৫৩,৩০০) থেকে শুরু হচ্ছে ফোনের দাম। অবসিডিয়ান ব্ল্যাক ও হরাইজন সিলভার রঙে আসছে এই ফোন।


Asus Zen Phone 8  Flip-এর স্পেসিফিকেশন


আসুসের তরফে জানানো হয়েছে, ভারতীয় বাজারে আসছে এই দুই নতুন ফোন। তবে কখন ফোনগুলি বাজারে আসবে তা এখনও নিশ্চিত করেনি তাইওয়ানের কোম্পানি। নতুন ফ্লিপ ফোনে থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। গেমারদের জন্য ফ্রেম ড্রপ হওয়ার সেরকম চিন্তা থাকছে না। ৯০ হার্টসের রিফ্রেস রেট হওয়ায় ডিসপ্লে নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। এছাড়াও রয়েছে ৭০০ নিটসের পিক ব্রাইটনেস। 


ক্যামেরা কেমন ?


আসুসের নতুন মডেলে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। ৬৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ফোনে। সঙ্গে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। টেলিফোটো লেন্স নিয়েও চিন্তার কিছু নেই। ৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে ফোনে। ডিজিটাল জুমের পরিবর্তে দেওয়া হয়েছে ৩এক্স অপটিক্যাল জুম।


এছাড়াও ফোনে দেওয়া হয়েছে ৮৮৮ কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। ৫০০০ এমএএইচ-এর ব্যাটারির পাশাপাশি ফোনে থাকছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার। বাদ যায়নি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সঙ্গে দেওয়া হয়েছে ৩.৫ এমএম-এর হেডফোন জ্যাক। এই ফাইভ জি ফোনে থাকছে অ্যান্ড্রয়েড ১১-এর পাশাপাশি জেন ইউজার ইন্টারফেস ৮। 


Asus Zen Phone8-এর স্পেকস


ভ্যানিলা জেন ফোন ৮-এ থাকছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাঙের অ্যামোলেড ডিসপ্লে। কর্নিং গোরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশনের পাশাপাশি ১২০ হার্টজের রিফ্রেস রেট রয়েছে এই ফোনে। সঙ্গে ১১০০ নিটসের ব্রাইটনেস। এই ফোনেও দেওয়া হয়েছে ৮৮৮ কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। ৪০০০ এমএএইচ-এর ব্যাটারির পাশাপাশি ফোনে থাকতে পারে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট।


কটা ক্যামেরা ফোনে ?


Asus Zen Phone8-এ রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও রয়েছে ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর।