Gaming Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন গেমিং স্মার্টফোন সিরিজ (Gaming Smartphone Series)। সম্প্রতি লঞ্চ হয়েছে আসুস ROG ফোন ৭ সিরিজ। এই গেমিং স্মার্টফোন সিরিজে রয়েছে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। এই দুই গেমিং ফোনে রয়েছে কুলিং সলিউশন। আসুস ROG ফোন ৬ সিরিজের লঞ্চ হয়েছিল গতবছর জুলাই মাসে। এই স্মার্টফোন সিরিজের সাকসেসর হিসেবে আসুস ROG ফোন ৭ সিরিজ। 


ভারতে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট ফোনের দাম


আসুস ROG ফোন ৭ পাওয়া যাচ্ছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই মডেলের দাম ৭৪,৯৯৯ টাকা। অন্যদিকে আসুস ROG ফোন ৭ আল্টিমেট ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। দুটো ফোনেরই বিক্রি শুরু হবে মে মাস। আসুস ROG ফোন ৭ পাওয়া যাবে স্টর্ম হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক রঙে। অন্যদিকে আসুস ROG ফোন ৭ আল্টিমেট পাওয়া যাবে শুধুমাত্র স্টর্ম হোয়াইট রঙে।


আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই দুই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১৩ এবং ROG UI এবং Zen UI- এর সাহায্যে এই দুই গেমিং স্মার্টফোন পরিচালিত হবে। 

  • আসুসের এই দুই গেমিং স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এছাড়াও এই দুই গেমিং ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।

  • আসুস ROG ফোন ৭- এ রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেনসর, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই গেমিং ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 


Vivo X90 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করা হয়েছে। সম্ভবত ২৬ এপ্রিল এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এবছরের শুরুর দিকেই ভিভো এক্স৯০ সিরিজ ভারতে আসবে একথা শোনা গিয়েছিল। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, ভিভো এক্স৯০ সিরিজে দুটো ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে পারে। ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। এই স্মার্টফোন সিরিজের আরও একটি ফোন ভিভো এক্স৯০ প্রো প্লাস ৫জি চিনে লঞ্চ হয়েছিল। তবে আপাতত এই মডেল ভারতে লঞ্চ হবে না।


আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?