Asus ROG Phone 8 Series: নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর একাধিক সংস্থা তাদের নতুন ফোনও ভারতে লঞ্চ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ফোন লঞ্চ হয়েছে। তালিকায় রয়েছে আরও অনেক মডেল। প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতেই ভারতের বাজারে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় রয়েছে আসুসের একটি গেমিং ফোন। আসুস সংস্থা জানিয়েছে ভারতের বাজারে তারা লঞ্চ করবে Asus ROG Phone 8 সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে বেস মডেল Asus ROG Phone 8 এবং প্রো মডেল Asus ROG Phone 8 প্রো লঞ্চ রয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে আসুসের এই দুই গেমিং ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সম্প্রতি এক্স মাধ্যমে আসুস সংস্থা জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে Asus ROG Phone 8 ফোন। তবে ওই একই দিনে ভারতে Asus ROG Phone 8 প্রো মডেল লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে ৮ জানুয়ারি Consumer Electronics Show (CES) 2024- এই ইভেন্টে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Asus ROG Phone 8 সিরিজ।


দেখে নেওয়া যাক এই গেমিং স্মার্টফোন সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)


যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে Asus ROG Phone 8 সিরিজের ফোনে edgeless frame থাকবে। আগের মডেলের তুলনায় স্লিম bezels থাকবে স্ক্রিনের চারপাশে। Asus ROG Phone 8 সিরিজের গেমিং ফোনে অ্যাড্রয়েড ১৪ বেসড ROG UI- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও থাকছে ৬.৭৮ ইঞ্চির এইচডি প্লাস AMOLED প্যানেল। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন। Asus ROG Phone 8 প্রো ফোনে HDR10 সাপোর্ট থাকবে ডিসপ্লে এবং রিফ্রেশ রেট হবে সর্বোচ্চ ১৬৫ হার্টজ, এমনটাই জানা গিয়েছে। 


Asus ROG Phone 8 সিরিজের ফোনে থাকতে চলেছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। বেস মডেলে থাকতে পারে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে থাকতে পারে ১৬ জিবি র‍্যাম ও ২৪ জিবি র‍্যাম, আর ৫১২ জিবি ও ১ টিবি ইনবিল্ট স্টোরেজ।


Asus ROG Phone 8 সিরিজের প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড লেন্স যুক্ত), ৩২ মেগাপিক্সেলের টেলিফটো শুটার থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেনসর। বেস মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 


Asus ROG Phone 8 সিরিজের ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং Quick Charge 5.0 ও PD চার্জিং সাপোর্ট থাকবে বলে শোয়া গিয়েছে। এছাড়াও এই স্মার্টফোন সিরিজের দুটি মডেল ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন সহজে নষ্ট হবে না। 


আরও পড়ুন- ওপ্পো রেনো ১১ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন