Scam Alert : ইনস্টাগ্রাম ও ফেসবুক সহ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করার কারণে বর্তমানে লোকজনের মধ্য়ে ছবি তোলার ক্রেজ অনেকটাই বেড়ে গেছে। আর ছবি তোলার মাধ্যম তো ঘোরাফেরা করছে হাতে হাতেই। মোবাইলে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করার প্রবনতা বিগত কয়েক বছর ধরেই বেড়েছে। আর ছবি আকর্ষণীয় করতে অনেকেই তা এডিট করে বিভিন্ন ধরনের এফেক্টস দিয়ে থাকেন। ছবি এডিট করার জন্য অনেকেই ভিন্ন ভিন্ন ইমেজ এডিটর অ্যাপ (Image Editor App) –এর সাহায্য নিয়ে থাকেন। কিন্তু এমনটা করা কিন্তু ঠিক নয়। এ ধরনের অ্যাপ থেকে আপনার ও আপনার স্মার্টফোনের ক্ষতিও হতে পারে।
বিপদ কী
আসলে এ ধরনের অ্যাপ আপনার স্মার্টফোন থেকে ব্যক্তিগত ডেটা, ব্যাঙ্কিং ডিটেইলস ও অন্যান্য তথ্য হাতিয়ে নিতে পারে। এছাড়াও আপনার ফোনে ম্যালওয়ার ও ভাইরাস চলে আসার বিপদও রয়েছে। এই পরিস্থিতিতে হ্যাক হতে পারে আপনার ফোন।
কীভাবে বিপদ আসতে পারে
মাঝেমধ্যেই এই ধরনের বেশ কিছু অ্যাপে বিপজ্জনক ম্যালওয়ার ও ভাইরাস পাওয়া যায়। এজন্য গুগল সেগুলিকে তাদের প্লে স্টোর থেকে সরিয়েও দিয়ে থাকে। কিন্তু সাইবার অপরাধীরা প্রত্যেকবারই নয়া নয়া রূরে অ্যাপ লঞ্চ করে দেয়। এই অ্যাপগুলিকে ফোনে ইনস্টল করার সময় ব্যবহারকারীর কন্ট্যাক্টস, কল লগ, মিডিয়া, লোকেশন, অন্যান্য অ্যাকসেস চায়। আর ব্যবহারকারী সেই অ্যাকসেস দিয়ে দেন। এরপর থেকেই শুরু হয় ডেটা হাতানোর কাজ।
যে সতর্কতা অবলম্বন করতে হবে
এ ধরনের অ্যাপের বিপদ সম্পর্কে বাঁচতে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে
-সবার আগে এ ধরনের ইমেজ এডিট অ্যাপ ইনস্টল এড়িয়ে চলতে হবে
-আপনার ফোনেই ফটো এডিট করার বিভিন্ন অপশন রয়েছে
-অ্যাপ ইনস্টল করতে হলে, এমনই অ্যাপ বেছে নিন, যেগুলি বেশি লোক ইনস্টল করে রেখেছেন। আর যেগুলিতে কমেন্টও ভালো রয়েছে।
-অ্যাপ ইনস্টল করার সময় খেয়াল রাখুন কী জন্য ডাউনলোড করেছেন। আর ওই অ্যাপকে ওই সংক্রান্ত অ্যাকসেসই শুধু দিন। ব্যক্তিগত তথ্য সংক্রান্ত সেকশন অ্যাকসেস অনুমতি দেওয়া যাবে না।
- সময়ে সময়ে গুগল কর্তৃক নিষিদ্ধ করা অ্যাপের তালিকা দেখুন, যাতে বুঝতে পারেন যে, আপনার ফোনে যে অ্যাপ রয়েছে, তা সেই তালিকায় রয়েছে কিনা।